ক্রীড়া ডেস্ক
১ রানের অপেক্ষায় থাকতে হলো কয়েক সপ্তাহ। গলে সেই অপেক্ষা ফুরোল প্রথম বলেই। উইকেটে এসেই প্রবাত জয়াসুরিয়ার বলে ১ রান নিয়ে স্টিভেন স্মিথ ড্রেসিংরুমের দিকে ব্যাট ইশারায় দেখালেন, ‘১০,০০০ রান হয়ে গেছে আমার।’ কোচ-সতীর্থরা দাঁড়িয়ে করতালিতে জানালেন অভ্যর্থনা। রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহর পর টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে স্মিথ, সব মিলিয়ে ১৫ তম।
এলিট ক্লাবে নাম লেখানো ইনিংসে স্মিথ তুলে নিয়েছেন অসাধারণ সেঞ্চুরিও। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ছাড়িয়ে গেলেন ব্রায়ান লারা, সুনিল গাভাস্কার, ইউনিস খান ও মাহেলা জয়াবর্ধনেকে। তাঁদের প্রত্যেকেরই টেস্টে ৩৪টি করে সেঞ্চুরি, আর স্মিথের এখন ৩৫টি সেঞ্চুরি। তাঁর আগে অবশ্য উসমান খাজাও গল টেস্টে সেঞ্চুরি করেছেন। অজিদের জোড়া সেঞ্চুরির দিনটা লঙ্কানদের কাটল বোলিং আর ফিল্ডিংয়ে ব্যস্ত থেকেই।
শেষ বিকেলে বৃষ্টি নামার আগে খেলা হয়েছে ৮১.১ ওভার। প্রথম ইনিংসে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩৩০ রান। ১৬ তম টেস্ট সেঞ্চুরি করে খাজা ১৪৭ রানে এবং ১০৪ রানে অপরাজিত আছেন। অবশ্য দিনের শুরুটা হয়েছিল ট্রাভিস হেডের তাণ্ডবে। ১০ চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ওপেনিংয়ে ফেরা হেড। ৯২ রানে ওপেনিং জুটি ভাঙার পর খাজার সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বড় করার চেষ্টা করেন মার্নাস লাবুশেনে। দ্বিতীয় সেশনের শুরুর দিকে জেফ্রি ভ্যান্ডারসির শিকার হন লাবুশেন (২০), ভাঙে ৪৩ রানের জুটি।
তৃতীয় উইকেটে স্মিথ-খাজা গড়েছেন ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি। টেস্টে শ্রীলঙ্কার মাঠে তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। কাল সকালে ৬ রান করতে পারলে ছাড়িয়ে যাবেন অ্যাডাম গিলক্রিস্ট ও ড্যামিয়েন মার্টিনের ২০০৪ সালে করা ২০০ রানের সর্বোচ্চ জুটি।
তৃতীয় সেশনে দিনের ৭৫তম ওভারে ভ্যান্ডারসিকে চার মেরে তিন অঙ্কে পৌঁছান স্মিথ। হয়ে গেল আরেক রেকর্ড। এশিয়ায় সফরে আসা দলগুলোর মধ্যে অধিনায়ক হিসেবে স্মিথের ৫ম সেঞ্চুরি এটি। ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুটকে। এশিয়ার মাঠে অধিনায়ক হিসেবে তাঁদের দুজনেরই ৪টি করে সেঞ্চুরি। ৬টি সেঞ্চুরি করা আরেক সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক আছেন শুধু স্মিথের ওপরে। ৩৩ ইনিংস আর ১৯ মাস পর সেঞ্চুরির অপেক্ষা ফুরোল খাজারও।
১ রানের অপেক্ষায় থাকতে হলো কয়েক সপ্তাহ। গলে সেই অপেক্ষা ফুরোল প্রথম বলেই। উইকেটে এসেই প্রবাত জয়াসুরিয়ার বলে ১ রান নিয়ে স্টিভেন স্মিথ ড্রেসিংরুমের দিকে ব্যাট ইশারায় দেখালেন, ‘১০,০০০ রান হয়ে গেছে আমার।’ কোচ-সতীর্থরা দাঁড়িয়ে করতালিতে জানালেন অভ্যর্থনা। রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহর পর টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে স্মিথ, সব মিলিয়ে ১৫ তম।
এলিট ক্লাবে নাম লেখানো ইনিংসে স্মিথ তুলে নিয়েছেন অসাধারণ সেঞ্চুরিও। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ছাড়িয়ে গেলেন ব্রায়ান লারা, সুনিল গাভাস্কার, ইউনিস খান ও মাহেলা জয়াবর্ধনেকে। তাঁদের প্রত্যেকেরই টেস্টে ৩৪টি করে সেঞ্চুরি, আর স্মিথের এখন ৩৫টি সেঞ্চুরি। তাঁর আগে অবশ্য উসমান খাজাও গল টেস্টে সেঞ্চুরি করেছেন। অজিদের জোড়া সেঞ্চুরির দিনটা লঙ্কানদের কাটল বোলিং আর ফিল্ডিংয়ে ব্যস্ত থেকেই।
শেষ বিকেলে বৃষ্টি নামার আগে খেলা হয়েছে ৮১.১ ওভার। প্রথম ইনিংসে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩৩০ রান। ১৬ তম টেস্ট সেঞ্চুরি করে খাজা ১৪৭ রানে এবং ১০৪ রানে অপরাজিত আছেন। অবশ্য দিনের শুরুটা হয়েছিল ট্রাভিস হেডের তাণ্ডবে। ১০ চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ওপেনিংয়ে ফেরা হেড। ৯২ রানে ওপেনিং জুটি ভাঙার পর খাজার সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বড় করার চেষ্টা করেন মার্নাস লাবুশেনে। দ্বিতীয় সেশনের শুরুর দিকে জেফ্রি ভ্যান্ডারসির শিকার হন লাবুশেন (২০), ভাঙে ৪৩ রানের জুটি।
তৃতীয় উইকেটে স্মিথ-খাজা গড়েছেন ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি। টেস্টে শ্রীলঙ্কার মাঠে তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। কাল সকালে ৬ রান করতে পারলে ছাড়িয়ে যাবেন অ্যাডাম গিলক্রিস্ট ও ড্যামিয়েন মার্টিনের ২০০৪ সালে করা ২০০ রানের সর্বোচ্চ জুটি।
তৃতীয় সেশনে দিনের ৭৫তম ওভারে ভ্যান্ডারসিকে চার মেরে তিন অঙ্কে পৌঁছান স্মিথ। হয়ে গেল আরেক রেকর্ড। এশিয়ায় সফরে আসা দলগুলোর মধ্যে অধিনায়ক হিসেবে স্মিথের ৫ম সেঞ্চুরি এটি। ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুটকে। এশিয়ার মাঠে অধিনায়ক হিসেবে তাঁদের দুজনেরই ৪টি করে সেঞ্চুরি। ৬টি সেঞ্চুরি করা আরেক সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক আছেন শুধু স্মিথের ওপরে। ৩৩ ইনিংস আর ১৯ মাস পর সেঞ্চুরির অপেক্ষা ফুরোল খাজারও।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৬ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে