Ajker Patrika

সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০: ০৮
সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

ঘরোয়া লিগের কয়েকজন চেনামুখ ও নতুনদের নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমের দল সাজিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু দলটিতে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞদের মিশেলের অভাব লক্ষ্য করা গেছে ডিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচেই। প্রথম দুই ম্যাচেই তারা হেরেছে বড় ব্যবধানে, আজ তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরেছে ৩ উইকেটে।

ব্রাদার্সের হারে তানজীদ হাসান তামিমের ১৪২ রানের অসাধারণ ইনিংসও কোনো কাজে আসলো না। সাভারে বিকেএসপির মাঠে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তামিম। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসে চড়ে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২৯৯ রানের বড় স্কোর পায় ব্রাদার্স। মিডল অর্ডারে নেমে মাইশুকুর করেছেন ৫৩ রান।

তিন ফিফটিতে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। হ্যাটট্রিক জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। রূপগঞ্জের জয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি। ৭ ছক্কা ও ৪টি চারে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৫৩ রান।

ম্যাচসেরার পুরস্কার হাতে মিঠুন ও সৈকতশাইনপুকুরকে ৭৮ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংকও। আগের দুই ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি প্রাইম ব্যাংকের অধিনায়ক মোহাম্মদ মিথুন। গতকাল ইনিংস বড় করেও থেকে গেছে আক্ষেপ। ৯৩ রানে হাসান মুরাদে বল বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ দলের এ ক্রিকেটার।

মিথুনের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস ও আদিল আমিনের ৬৪ রানের সৌজন্যে আগে ব্যাটিং করে ২৯৫ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৪৫.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। প্রাইম ব্যাংকের হয়ে তোপ দাগেন দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা। রুবেল ৪টি ও রাজা ২টি উইকেট শিকার করেন।

ফতুল্লায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএল মেথড) সিটি ক্লাবকে ৫ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে শেখ জামালও। সাইফ হাসানের ৫৬ ও সৈকত আলীর ৫২ রানের ইনিংসে চড়ে ৪৯.৪ ওভারে ২২৮ রান করেছে শেখ জামাল। পরে বৃষ্টির কারণে সিটি ক্লাবকে ৩২ ওভারে ১৬৮ রানের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। জবাবে ৮ উইকেটে ১৬২ রান করতে পারে তারা। এটি আবার সিটির হ্যাটট্রিক হারও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত