নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ম্যাচে শতভাগ ফিট সাকিব আল হাসানকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়ার কমতি দেখাননি সাকিবও। রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাগরিকার আকাশ কখনো মেঘলা, কখনো রৌদ্রোজ্জ্বল। সকাল সাড়ে ৯টা বাজতেই দলের সঙ্গে মাঠে সাকিব। রাতেই দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে এসেছেন সবার আগে।
মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিনিট দশেক আলোচনা সেরে নেন সাকিব। ততক্ষণে সাকিবকে দেখে স্বস্তির হাসি ফুটেছে অধিনায়ক মুমিনুল হকের মুখেও।
আলাপচারিতা শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। ১০ মিনিটের মধ্যে ব্যাট-প্যাড নিয়ে নেটে চলে আসেন তিনি। দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম নেটে সাকিবকে বল ছোড়েন ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে থ্রোয়ারে যোগ দেন থ্রোয়ার মোহাম্মদ নাসির ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
ডমিঙ্গোর প্রথম কয়েকটি থ্রোতে ডিফেন্স করেন সাকিব। এরপর ড্রাইভ করার চেষ্টায় ভালোই ফল মিলেছে তাঁর। আবার শটের টাইমিংয়ে গড়বড় হলে নিজের ওপর হতাশা ঝেড়েছেন। ততক্ষণে স্থানীয় স্পিনার রনির কয়েকটি বল বাউন্ডারিতে উড়িয়ে মারেন সাকিব। ডমিঙ্গোর সাকিবের ব্যাটিং দেখে স্বস্তির সুরে 'ওয়েলডান'।
সাকিব যখন নেটে, তখন পেছনে দাঁড়িয়ে শট দেখিয়ে দেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। খানিক পরই সিডন্সের জায়গায় দাঁড়িয়ে একই কাজ করলেন ডমিঙ্গো। নেটের পেছন থেকে সাকিবকে ডেকে ব্যাটিং নিয়ে কিছু একটা দেখিয়ে দিতে দেখা গেল বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচকে। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং করে বিরতিতে যান সাকিব।
সাকিবের ব্যাটিংয়ে নজর ছিল তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের।
ম্যাচে শতভাগ ফিট সাকিব আল হাসানকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়ার কমতি দেখাননি সাকিবও। রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাগরিকার আকাশ কখনো মেঘলা, কখনো রৌদ্রোজ্জ্বল। সকাল সাড়ে ৯টা বাজতেই দলের সঙ্গে মাঠে সাকিব। রাতেই দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে এসেছেন সবার আগে।
মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিনিট দশেক আলোচনা সেরে নেন সাকিব। ততক্ষণে সাকিবকে দেখে স্বস্তির হাসি ফুটেছে অধিনায়ক মুমিনুল হকের মুখেও।
আলাপচারিতা শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। ১০ মিনিটের মধ্যে ব্যাট-প্যাড নিয়ে নেটে চলে আসেন তিনি। দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম নেটে সাকিবকে বল ছোড়েন ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে থ্রোয়ারে যোগ দেন থ্রোয়ার মোহাম্মদ নাসির ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
ডমিঙ্গোর প্রথম কয়েকটি থ্রোতে ডিফেন্স করেন সাকিব। এরপর ড্রাইভ করার চেষ্টায় ভালোই ফল মিলেছে তাঁর। আবার শটের টাইমিংয়ে গড়বড় হলে নিজের ওপর হতাশা ঝেড়েছেন। ততক্ষণে স্থানীয় স্পিনার রনির কয়েকটি বল বাউন্ডারিতে উড়িয়ে মারেন সাকিব। ডমিঙ্গোর সাকিবের ব্যাটিং দেখে স্বস্তির সুরে 'ওয়েলডান'।
সাকিব যখন নেটে, তখন পেছনে দাঁড়িয়ে শট দেখিয়ে দেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। খানিক পরই সিডন্সের জায়গায় দাঁড়িয়ে একই কাজ করলেন ডমিঙ্গো। নেটের পেছন থেকে সাকিবকে ডেকে ব্যাটিং নিয়ে কিছু একটা দেখিয়ে দিতে দেখা গেল বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচকে। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং করে বিরতিতে যান সাকিব।
সাকিবের ব্যাটিংয়ে নজর ছিল তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে