নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ম্যাচে শতভাগ ফিট সাকিব আল হাসানকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়ার কমতি দেখাননি সাকিবও। রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাগরিকার আকাশ কখনো মেঘলা, কখনো রৌদ্রোজ্জ্বল। সকাল সাড়ে ৯টা বাজতেই দলের সঙ্গে মাঠে সাকিব। রাতেই দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে এসেছেন সবার আগে।
মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিনিট দশেক আলোচনা সেরে নেন সাকিব। ততক্ষণে সাকিবকে দেখে স্বস্তির হাসি ফুটেছে অধিনায়ক মুমিনুল হকের মুখেও।
আলাপচারিতা শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। ১০ মিনিটের মধ্যে ব্যাট-প্যাড নিয়ে নেটে চলে আসেন তিনি। দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম নেটে সাকিবকে বল ছোড়েন ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে থ্রোয়ারে যোগ দেন থ্রোয়ার মোহাম্মদ নাসির ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
ডমিঙ্গোর প্রথম কয়েকটি থ্রোতে ডিফেন্স করেন সাকিব। এরপর ড্রাইভ করার চেষ্টায় ভালোই ফল মিলেছে তাঁর। আবার শটের টাইমিংয়ে গড়বড় হলে নিজের ওপর হতাশা ঝেড়েছেন। ততক্ষণে স্থানীয় স্পিনার রনির কয়েকটি বল বাউন্ডারিতে উড়িয়ে মারেন সাকিব। ডমিঙ্গোর সাকিবের ব্যাটিং দেখে স্বস্তির সুরে 'ওয়েলডান'।
সাকিব যখন নেটে, তখন পেছনে দাঁড়িয়ে শট দেখিয়ে দেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। খানিক পরই সিডন্সের জায়গায় দাঁড়িয়ে একই কাজ করলেন ডমিঙ্গো। নেটের পেছন থেকে সাকিবকে ডেকে ব্যাটিং নিয়ে কিছু একটা দেখিয়ে দিতে দেখা গেল বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচকে। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং করে বিরতিতে যান সাকিব।
সাকিবের ব্যাটিংয়ে নজর ছিল তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের।
ম্যাচে শতভাগ ফিট সাকিব আল হাসানকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়ার কমতি দেখাননি সাকিবও। রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাগরিকার আকাশ কখনো মেঘলা, কখনো রৌদ্রোজ্জ্বল। সকাল সাড়ে ৯টা বাজতেই দলের সঙ্গে মাঠে সাকিব। রাতেই দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে এসেছেন সবার আগে।
মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিনিট দশেক আলোচনা সেরে নেন সাকিব। ততক্ষণে সাকিবকে দেখে স্বস্তির হাসি ফুটেছে অধিনায়ক মুমিনুল হকের মুখেও।
আলাপচারিতা শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। ১০ মিনিটের মধ্যে ব্যাট-প্যাড নিয়ে নেটে চলে আসেন তিনি। দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম নেটে সাকিবকে বল ছোড়েন ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে থ্রোয়ারে যোগ দেন থ্রোয়ার মোহাম্মদ নাসির ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
ডমিঙ্গোর প্রথম কয়েকটি থ্রোতে ডিফেন্স করেন সাকিব। এরপর ড্রাইভ করার চেষ্টায় ভালোই ফল মিলেছে তাঁর। আবার শটের টাইমিংয়ে গড়বড় হলে নিজের ওপর হতাশা ঝেড়েছেন। ততক্ষণে স্থানীয় স্পিনার রনির কয়েকটি বল বাউন্ডারিতে উড়িয়ে মারেন সাকিব। ডমিঙ্গোর সাকিবের ব্যাটিং দেখে স্বস্তির সুরে 'ওয়েলডান'।
সাকিব যখন নেটে, তখন পেছনে দাঁড়িয়ে শট দেখিয়ে দেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। খানিক পরই সিডন্সের জায়গায় দাঁড়িয়ে একই কাজ করলেন ডমিঙ্গো। নেটের পেছন থেকে সাকিবকে ডেকে ব্যাটিং নিয়ে কিছু একটা দেখিয়ে দিতে দেখা গেল বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচকে। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং করে বিরতিতে যান সাকিব।
সাকিবের ব্যাটিংয়ে নজর ছিল তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২৩ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
৩৮ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৩ ঘণ্টা আগে