Ajker Patrika

এক বছর না যেতেই চেলসির সঙ্গে সম্পর্ক শেষ পচেত্তিনোর

আপডেট : ২২ মে ২০২৪, ১২: ৫৪
এক বছর না যেতেই চেলসির সঙ্গে সম্পর্ক শেষ পচেত্তিনোর

কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো। 

পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।

আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’ 

নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’ 

বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত