Ajker Patrika

আনফিট তামিমই খেলবেন কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৩: ২১
আনফিট তামিমই খেলবেন কাল

চট্টগ্রামে গতকাল ব্যাটিং অনুশীলনের সময় চোটের অস্বস্তি লুকাতে পারেননি তামিম ইকবাল। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে তাঁর দল। তবে আজ আর অনুশীলনেই দেখা যায়নি ওয়ানডে অধিনায়ককে। কিন্তু বেলা পৌনে ১২টায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকই।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হয়নি তামিমের। দীর্ঘদিন ধরে ভোগা কোমর আর পিঠের ব্যথায় ওয়ানডে সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে তামিম জানিয়েছেন, পুরো সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। অন্তত আগামীকাল আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে আনফিট হলেও খেলবেন তিনি। 

শারীরিক অবস্থা কেমন এবং আফগানিস্তান সিরিজে তামিম খেলবেন কি না—এমন প্রশ্নে রাখঢাক ছাড়াই উত্তর দিলেন তামিম, ‘অবশ্যই আমি কালকের জন্য অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। এটা বলব না যে শতভাগ ফিট। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব কী অবস্থা। এখন পর্যন্ত খেলছি।’

তামিম নিজেই জানিয়েছেন, পুরোপুরি ফিট নন তিনি। কিন্তু তিন মাস পরেই তো ওয়ানডে বিশ্বকাপ। অধিনায়কের পারফরম্যান্স, শারীরিক সুস্থতাও দলের ওপর বেশ প্রভাব রাখে। তবে চোট পুরোপুরি সেরে ওঠার আগ এভাবে খেলা বিপজ্জনক হয়ে যাচ্ছে কি না? ওয়ানডে অধিনায়ক বললেন, ‘এটা একটা ধারণা, আমার দেখা প্রয়োজন কতটুকু নিজেকে প্রমাণ করতে পারছি বা পারছি না। আমি এমন কোনো কাজ করব না, যার কারণে দল সেটা ভোগ করবে। সব সময় বলি, স্বতন্ত্র সবকিছুর ওপরে দল।’

তবে শরীর ফিট না হলেও আগামীকাল খেলার জন্য প্রস্তুত তামিম, ‘আমার কাছে এখন মনে হচ্ছে, আমি আগামীকালের ম্যাচে খেলার জন্য প্রস্তুত। খেলা বিপজ্জনক—এ রকম কিছু যদি অনুভব করি, তখন আমাদের মেডিকেল বিভাগের সঙ্গে ওভাবে সিদ্ধান্ত নেব। এখন আমি কালকে খেলার জন্য প্রস্তুত। দেখা যাক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত