Ajker Patrika

মিরপুরে বিনা টিকিটে খেলা দেখছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ১৭: ০৩
মিরপুরে বিনা টিকিটে খেলা দেখছে শিক্ষার্থীরা

দুই দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টের প্রথম সেশনের খেলা আজ মাঠে বসেই দেখবেন তিনি। মাঠে তাঁর উপস্থিতি উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের ফ্রিতে খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সকাল থেকেই তাই মাঠে ঢোকার জন্য শিক্ষার্থীদের ভিড় জমে। 

চট্টগ্রামে প্রথম টেস্টে গ্যালারি এক অর্থে ফাঁকাই দেখা গেছে। টিকিটের দাম সর্বনিম্ন ৫০ টাকা থাকলেও, মাঠে দর্শক ছিল নগণ্য। বন্দরনগরীতে প্রচণ্ড গরমের কারণেও মাঠে বসে খেলা দেখার আগ্রহ দেখায়নি দর্শকেরা। তবে ফ্রিতে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়ায় মিরপুরে সম্পূর্ণ ভিন্ন চিত্রের দেখা মিলল। শহীদ জুয়েল স্ট্যান্ড আর প্রেস বক্সের ডান পাশের দুটো গ্যালারিই দর্শকে পরিপূর্ণ হয়ে উঠেছে। 

ছড়িয়ে ছিটিয়ে পুরো গ্যালারিতেই আছে দর্শক। সাদা বলের ক্রিকেটের আগ্রাসনে টেস্টে এমনিতে দর্শকের আগ্রহ কমে এসেছে। সেখানে ফ্রিতে সুযোগ দেওয়া ভালো ব্যাপার হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। ভবিষ্যতেও তাঁদের যাতে সুযোগ করে দেওয়া, সে কথা বলছেন শিক্ষার্থীরা। 

যদিও টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হতাশার। দিনের দ্বিতীয় বলে কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম। 

তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে ফিরে গেছেন অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত