ক্রীড়া ডেস্ক
দুই দলই খুঁজছে ছন্দ। একদিকে ব্যাটিংয়ে অনিশ্চয়তা, অন্যদিকে একাদশ গড়ায় নতুন পরীক্ষা। এত হিসেব-নিকেশ নিয়েই আজ পাল্লেকেলেতে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ এবার চাইছে সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়াতে।
তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক নয়। নিজেদের শেষ ১৫ টি-টোয়েন্টির ১১ টিতেই হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষেও ২০২০ সালের পর থেকে ৬ ম্যাচে হার ৪ টিতে। তবে শ্রীলঙ্কাও খুব ধারাবাহিক নয়; তাদের সবশেষ ১৩ টি-টোয়েন্টির ৮ টিতেই হার দেখেছে তারা।
ব্যাট হাতে ভালো ছন্দে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নজর থাকবে তাঁর ওপর। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও ছন্দ পেলে তিনি দলের মূল ভরসা হয়ে উঠতে পারেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখনো কোনো ফিফটি নেই লিটনের। দশ ইনিংসে রান ১৫৮, স্ট্রাইক রেট ১২০।
শ্রীলঙ্কার দলে অলরাউন্ডারদের ঘিরে রয়েছে কৌশলগত পরীক্ষা–নিরীক্ষা। দুনিত ভেল্লালাগে স্পিনে ধার রাখলেও পাওয়ার হিটিংয়ে পিছিয়ে। আবার দাসুন শানাকা ও চামিকা করুনারত্নে ব্যাটে আক্রমণাত্মক হলেও বোলিংয়ে ধারহীন। এদের মধ্য থেকে কে মূল একাদশে জায়গা পাবেন, সেটাই দেখার বিষয়।
পাল্লেকেলে বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট। বৃষ্টি থাকলেও খুব বেশি প্রভাব ফেলার আশঙ্কা নেই। ভিজে আউটফিল্ডের কারণে বোলারদের গ্রিপে সমস্যা হতে পারে—যা রানবন্যার সুযোগ করে দিতে পারে ব্যাটারদের।
বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের মতে, ম্যাচে যারা ভালো খেলবে তাদের পক্ষেই ফল যাবে। গতকাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘ওয়ানডেতে শ্রীলঙ্কা ভালো খেলেছে, তাই জিতেছে। টি-টোয়েন্টিতে যে ভালো খেলবে, সেই জিতবে। তবে তাদের বোলিং ইউনিটে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য আছে—যেটা আমাদের চ্যালেঞ্জ।’
শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কার নজর বিশ্বকাপের প্রস্তুত হওয়া, ‘আমাদের কাজ হলো তরুণদের সুযোগ দেওয়া এবং বিশ্বকাপের আগে প্রস্তুত রাখা। আশা করি এলপিএল আয়োজন হবে, সেটি আমাদের জন্য বড় সহায়ক হবে।’
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, অবিশ্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে/চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা/জেফরি ভেনডারসে, নুয়ান থুশারা, মাতিসা পতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দুই দলই খুঁজছে ছন্দ। একদিকে ব্যাটিংয়ে অনিশ্চয়তা, অন্যদিকে একাদশ গড়ায় নতুন পরীক্ষা। এত হিসেব-নিকেশ নিয়েই আজ পাল্লেকেলেতে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ এবার চাইছে সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়াতে।
তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক নয়। নিজেদের শেষ ১৫ টি-টোয়েন্টির ১১ টিতেই হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষেও ২০২০ সালের পর থেকে ৬ ম্যাচে হার ৪ টিতে। তবে শ্রীলঙ্কাও খুব ধারাবাহিক নয়; তাদের সবশেষ ১৩ টি-টোয়েন্টির ৮ টিতেই হার দেখেছে তারা।
ব্যাট হাতে ভালো ছন্দে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নজর থাকবে তাঁর ওপর। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও ছন্দ পেলে তিনি দলের মূল ভরসা হয়ে উঠতে পারেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখনো কোনো ফিফটি নেই লিটনের। দশ ইনিংসে রান ১৫৮, স্ট্রাইক রেট ১২০।
শ্রীলঙ্কার দলে অলরাউন্ডারদের ঘিরে রয়েছে কৌশলগত পরীক্ষা–নিরীক্ষা। দুনিত ভেল্লালাগে স্পিনে ধার রাখলেও পাওয়ার হিটিংয়ে পিছিয়ে। আবার দাসুন শানাকা ও চামিকা করুনারত্নে ব্যাটে আক্রমণাত্মক হলেও বোলিংয়ে ধারহীন। এদের মধ্য থেকে কে মূল একাদশে জায়গা পাবেন, সেটাই দেখার বিষয়।
পাল্লেকেলে বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট। বৃষ্টি থাকলেও খুব বেশি প্রভাব ফেলার আশঙ্কা নেই। ভিজে আউটফিল্ডের কারণে বোলারদের গ্রিপে সমস্যা হতে পারে—যা রানবন্যার সুযোগ করে দিতে পারে ব্যাটারদের।
বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের মতে, ম্যাচে যারা ভালো খেলবে তাদের পক্ষেই ফল যাবে। গতকাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘ওয়ানডেতে শ্রীলঙ্কা ভালো খেলেছে, তাই জিতেছে। টি-টোয়েন্টিতে যে ভালো খেলবে, সেই জিতবে। তবে তাদের বোলিং ইউনিটে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য আছে—যেটা আমাদের চ্যালেঞ্জ।’
শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কার নজর বিশ্বকাপের প্রস্তুত হওয়া, ‘আমাদের কাজ হলো তরুণদের সুযোগ দেওয়া এবং বিশ্বকাপের আগে প্রস্তুত রাখা। আশা করি এলপিএল আয়োজন হবে, সেটি আমাদের জন্য বড় সহায়ক হবে।’
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, অবিশ্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে/চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা/জেফরি ভেনডারসে, নুয়ান থুশারা, মাতিসা পতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে