ক্রীড়া ডেস্ক
ক্রিস গেইল—নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি। আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব। প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না। বয়সের সঙ্গে যশ একসময় লোপ পেতে থাকে। ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন? ব্যাটে নেই সেই আগের গতি।
গতকাল লেস্টার ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্প ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে সবচেয়ে কম পয়েন্ট উইন্ডিজের। ৫ ম্যাচ খেলে ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে তারা। বিদায়ও নিয়েছে। কিরন পোলার্ড, ড্যুয়েন স্মিথ, লেন্ডি সিমন্স, ড্যুয়েন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালারা, তবু ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পেল না আলো।
গত বছরও একই টুর্নামেন্টে ছক্কার ফুলঝুরি ছোটান গেইল। এবার পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন ৫৮ রান, এ জন্য খেলেছেন ৫৩ বল।। গেইলের পাঁচ ইনিংস—৯, ৫, ২১, ২১ ও ২। কিছুটা বেমানান যেন ছিল—গেইলের ছক্কা বৃষ্টি না দেখা। টুর্নামেন্টে শুধু একটি ছক্কা মেরেছেন। গেইল নিজেকে বলেছিলেন ‘ইউনিভার্স বস’। টি-টোয়েন্টিতে এ কথার সঙ্গে দ্বিমত করার মানুষ হয়তো কমই পাওয়া যাবে।
স্বীকৃত ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের রান ১৪ হাজার ৫৬২ রান। এত রান তো আর কারও নেই। ছক্কা মেরেছেন ১ হাজার ৫৬টি। তাঁর চেয়ে বেশি আর কারও নেই। চার মেরেছেন ১ হাজার ১৩২টি। চারের প্রায় কাছাকাছি ছক্কার সংখ্যা। কিন্তু সেই গেইলকে এবার আগের রূপে দেখা যায়নি। চুল-দাড়ি সাদা হতে থাকলেও গেইলের পেশির জোর গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে দেখা গিয়েছিল আগের মতোই। কিন্তু ৪৬ ছুঁই ছুঁই গেইল এক বছর পরেই যেন ঠিক অচেনা। বয়সের ভারে যেন নুয়ে পড়ছে তাঁর ব্যাট। ইউনিভার্স বসের রুদ্র রূপ দেখা ভক্ত-সমর্থকেরা নিশ্চয় এমন অচেনা রূপে দেখতে চান না!
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনালে কাল বার্মিংহামে ভারত-পাকিস্তানের লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ক্রিস গেইল—নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি। আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব। প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না। বয়সের সঙ্গে যশ একসময় লোপ পেতে থাকে। ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন? ব্যাটে নেই সেই আগের গতি।
গতকাল লেস্টার ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্প ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে সবচেয়ে কম পয়েন্ট উইন্ডিজের। ৫ ম্যাচ খেলে ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে তারা। বিদায়ও নিয়েছে। কিরন পোলার্ড, ড্যুয়েন স্মিথ, লেন্ডি সিমন্স, ড্যুয়েন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালারা, তবু ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পেল না আলো।
গত বছরও একই টুর্নামেন্টে ছক্কার ফুলঝুরি ছোটান গেইল। এবার পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন ৫৮ রান, এ জন্য খেলেছেন ৫৩ বল।। গেইলের পাঁচ ইনিংস—৯, ৫, ২১, ২১ ও ২। কিছুটা বেমানান যেন ছিল—গেইলের ছক্কা বৃষ্টি না দেখা। টুর্নামেন্টে শুধু একটি ছক্কা মেরেছেন। গেইল নিজেকে বলেছিলেন ‘ইউনিভার্স বস’। টি-টোয়েন্টিতে এ কথার সঙ্গে দ্বিমত করার মানুষ হয়তো কমই পাওয়া যাবে।
স্বীকৃত ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের রান ১৪ হাজার ৫৬২ রান। এত রান তো আর কারও নেই। ছক্কা মেরেছেন ১ হাজার ৫৬টি। তাঁর চেয়ে বেশি আর কারও নেই। চার মেরেছেন ১ হাজার ১৩২টি। চারের প্রায় কাছাকাছি ছক্কার সংখ্যা। কিন্তু সেই গেইলকে এবার আগের রূপে দেখা যায়নি। চুল-দাড়ি সাদা হতে থাকলেও গেইলের পেশির জোর গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে দেখা গিয়েছিল আগের মতোই। কিন্তু ৪৬ ছুঁই ছুঁই গেইল এক বছর পরেই যেন ঠিক অচেনা। বয়সের ভারে যেন নুয়ে পড়ছে তাঁর ব্যাট। ইউনিভার্স বসের রুদ্র রূপ দেখা ভক্ত-সমর্থকেরা নিশ্চয় এমন অচেনা রূপে দেখতে চান না!
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনালে কাল বার্মিংহামে ভারত-পাকিস্তানের লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে