নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
২ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৩ ঘণ্টা আগে