Ajker Patrika

সাকিব এগিয়েছেন, পিছিয়েছেন মুশফিক

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৯: ০৭
সাকিব এগিয়েছেন, পিছিয়েছেন মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। না থাকার পরও তিনি সুখবর পেয়েছেন। আইসিসির র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।অন্যদিকে পিছিয়েছেন মুশফিকুর রহিম। 

মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট শুরু হচ্ছে ১৪ জুন। এই টেস্টের আগে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই মাস টেস্ট না খেললেও এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন সাকিব। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো তিন নম্বরেই আছেন তিনি। তবে আইরিশদের বিপক্ষে ম্যাচসেরা হয়েও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিক। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর উন্নতি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন স্টুয়ার্ট ব্রড। আইরিশদের বিপক্ষে টেস্টে ৬ উইকটে নিয়েছেন ইংলিশ এই পেসার। ডাবল সেঞ্চুরি করা ওলি পোপ ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন। তবে ফিফটি করলেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৫ নম্বরে গেছেন জো রুট। রুটকে টপকে চার নম্বরে উঠে এসেছেন বাবর আজম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত