Ajker Patrika

রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে কাঁপছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে কাঁপছে বাংলাদেশ 

দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকেরা। ডারবান টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় কোনো রান না করেই আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তামিম ইকবাল আর তিনে নামা নাজমুল হোসেন শান্ত। 

লম্বা সময় পর টেস্টে ফেরাটা দারুণভাবে রাঙানোর পথে এগোচ্ছিলেন তামিম। ছন্দও পেয়ে গেছেন ততক্ষণে। তবে বাঁধ সাধেন উইয়ান মুল্ডার। নিজের প্রথম ওভারে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এ পেসার। ৫৭ বলে ৮ চারে তামিমের ৪৭ রানের ইনিংসটি পূর্ণতা পাওয়ার আগেই শেষ হয়ে যায়। তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি। 

মুল্ডারের পরের ওভারে ৩৩ রানে তামিমের মতোই এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। যদিও প্রথমে প্রোটিয়াদের এলবিডব্লির আবেদনে সাড়া দেননি আম্পায়ার আলাউদ্দিন পালেকার। রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকেরা। পানি পানের বিরতির পর মুল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম আর লিটন দাস। 

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ। সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেন তাইজুল। সব মিলিয়ে ৫০ ওভারে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত