Ajker Patrika

৬৮ রানে গুটিয়ে দিয়ে আসামকে ফলোঅন করিয়েছে বাংলাদেশ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৫: ২৮
৬৮ রানে গুটিয়ে দিয়ে আসামকে ফলোঅন করিয়েছে বাংলাদেশ

আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।

এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।

পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত