Ajker Patrika

রোহিত-কোহলিদের সমান ম্যাচ ফি পাবেন হারমানপ্রীত-স্মৃতিরা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৫: ১১
রোহিত-কোহলিদের সমান ম্যাচ ফি পাবেন হারমানপ্রীত-স্মৃতিরা

সবার আগে উদ্যোগটা নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। পুরুষদের সমান নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ঘোষণা করে ইতিহাস গড়েছিল বোর্ডটি। তাদের দেখানো পথে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) হাঁটছে একই পথে।

রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমান ম্যাচ ফি নারী ক্রিকেটারদের দেবেন এমন ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। নারী-পুরুষের সমান ম্যাচ ফির ঘোষণাটি নিজের সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, বেতন বৈষম্য দূর করার প্রথম পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল নারী ক্রিকেটারদের জন্য সমতা নীতি নিয়েছি। এখন থেকে নারী-পুরুষ উভয়েই সমান ম্যাচ ফি পাবেন। ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন যুগে পা রাখছি আমরা।’ 

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। এ বিষয়ে জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ভারতীয় নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আগামী নারী আইপিএলেও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন নারী ক্রিকেটারেরাও। ভারতীয় নারী ক্রিকেটারেরা নতুন যুগে পদার্পণ করল। জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সত্যি আজ আনন্দ হচ্ছে।’ 

সাধারণত রোহিত-কোহলিরা ম্যাচ ফির জন্য টেস্টে ১৫ লাখ রুপি পান। আর সাদা বলের দুই সংস্করণের মধ্যে ওয়ানডেতে পান ৬ লাখ রুপি ও টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি। এখন থেকে সম পরিমাণ ম্যাচ ফি পাবেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত