সবার আগে উদ্যোগটা নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। পুরুষদের সমান নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ঘোষণা করে ইতিহাস গড়েছিল বোর্ডটি। তাদের দেখানো পথে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) হাঁটছে একই পথে।
রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমান ম্যাচ ফি নারী ক্রিকেটারদের দেবেন এমন ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। নারী-পুরুষের সমান ম্যাচ ফির ঘোষণাটি নিজের সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, বেতন বৈষম্য দূর করার প্রথম পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল নারী ক্রিকেটারদের জন্য সমতা নীতি নিয়েছি। এখন থেকে নারী-পুরুষ উভয়েই সমান ম্যাচ ফি পাবেন। ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন যুগে পা রাখছি আমরা।’
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। এ বিষয়ে জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ভারতীয় নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আগামী নারী আইপিএলেও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন নারী ক্রিকেটারেরাও। ভারতীয় নারী ক্রিকেটারেরা নতুন যুগে পদার্পণ করল। জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সত্যি আজ আনন্দ হচ্ছে।’
সাধারণত রোহিত-কোহলিরা ম্যাচ ফির জন্য টেস্টে ১৫ লাখ রুপি পান। আর সাদা বলের দুই সংস্করণের মধ্যে ওয়ানডেতে পান ৬ লাখ রুপি ও টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি। এখন থেকে সম পরিমাণ ম্যাচ ফি পাবেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারাও।
সবার আগে উদ্যোগটা নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। পুরুষদের সমান নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ঘোষণা করে ইতিহাস গড়েছিল বোর্ডটি। তাদের দেখানো পথে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) হাঁটছে একই পথে।
রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমান ম্যাচ ফি নারী ক্রিকেটারদের দেবেন এমন ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। নারী-পুরুষের সমান ম্যাচ ফির ঘোষণাটি নিজের সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, বেতন বৈষম্য দূর করার প্রথম পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল নারী ক্রিকেটারদের জন্য সমতা নীতি নিয়েছি। এখন থেকে নারী-পুরুষ উভয়েই সমান ম্যাচ ফি পাবেন। ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন যুগে পা রাখছি আমরা।’
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। এ বিষয়ে জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ভারতীয় নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আগামী নারী আইপিএলেও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন নারী ক্রিকেটারেরাও। ভারতীয় নারী ক্রিকেটারেরা নতুন যুগে পদার্পণ করল। জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সত্যি আজ আনন্দ হচ্ছে।’
সাধারণত রোহিত-কোহলিরা ম্যাচ ফির জন্য টেস্টে ১৫ লাখ রুপি পান। আর সাদা বলের দুই সংস্করণের মধ্যে ওয়ানডেতে পান ৬ লাখ রুপি ও টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি। এখন থেকে সম পরিমাণ ম্যাচ ফি পাবেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারাও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে