‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
২ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
২ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৪ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগে