পাকিস্তানকে ধবলধোলাই করে বেশ সতেজ বাংলাদেশ দল। পরবর্তী ভারত সফর সামনে রেখে চলছে তাদের প্রস্তুতি। আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলায় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে দুপুর ২টার পর ভারতীয় ভিসা সেন্টারে মোস্তাফিজুর রহমান-লিটন দাসরা।
বাংলাদেশ দল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটাররা গিয়েছেন ভিসা সেন্টারে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুসহ বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরাও গিয়েছেন ভিসা প্রসেসিংয়ের কাজে।
ভিসা সেন্টারেই হয়ে গেল দারুণ এক ফটোসেশন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান নিজেকে আটকে রাখতে পারেননি ফ্রেমবন্দী করা থেকে। ভারত সফরে ধারাভাষ্য কক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন আতহারও। ভারতীয় ভিসা সেন্টারে মোস্তাফিজ-শরীফুল ইসলামদের সঙ্গে ফ্রেমবন্দীর একটি পোস্টও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ছবির বিশেষত্ব বিবেচনায় দারুণ ক্যাপশন জুড়ে দিয়েছেন আতহার, ‘এই অসাধারণ বাংলাদেশের পেসারদের সঙ্গে ছবি তোলা থেকে নিজেকে আটকাতে পারলাম না (দুর্ভাগ্যবশত তাসকিন আহমেদ ছিল না)।’
মূলত জাতীয় দলের সাত পেসারের সঙ্গে ছবি তুলেছেন তিনি। তাসকিন না থাকলেও ছিলেন মোস্তাফিজ, শরীফুল, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা ও রিপন মণ্ডল। অভিজ্ঞ তাসকিনকে মিস করার কথাও জানিয়েছেন তিনি।
ছবির গল্পটা পরে আতহার আজকের পত্রিকাকে শুনিয়েছেন এভাবে, ‘ওরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস! পাকিস্তানে একটা ঝলক তো দেখলেনই, সামনে আরও দেখা যাবে ইনশা আল্লাহ ৷ সবার গড়ন ভালো, বোলিংয়েও ভালো করছে ৷ তাসকিনকে মিস করেছি, ও ভিসা সেন্টারে আসতে একটু দেরি করেছিল বলে ছবিতে নেই।’
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে শরীফুল, হাসান, নাহিদ রানাদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি, ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।
পাকিস্তানকে ধবলধোলাই করে বেশ সতেজ বাংলাদেশ দল। পরবর্তী ভারত সফর সামনে রেখে চলছে তাদের প্রস্তুতি। আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলায় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে দুপুর ২টার পর ভারতীয় ভিসা সেন্টারে মোস্তাফিজুর রহমান-লিটন দাসরা।
বাংলাদেশ দল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটাররা গিয়েছেন ভিসা সেন্টারে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুসহ বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরাও গিয়েছেন ভিসা প্রসেসিংয়ের কাজে।
ভিসা সেন্টারেই হয়ে গেল দারুণ এক ফটোসেশন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান নিজেকে আটকে রাখতে পারেননি ফ্রেমবন্দী করা থেকে। ভারত সফরে ধারাভাষ্য কক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন আতহারও। ভারতীয় ভিসা সেন্টারে মোস্তাফিজ-শরীফুল ইসলামদের সঙ্গে ফ্রেমবন্দীর একটি পোস্টও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ছবির বিশেষত্ব বিবেচনায় দারুণ ক্যাপশন জুড়ে দিয়েছেন আতহার, ‘এই অসাধারণ বাংলাদেশের পেসারদের সঙ্গে ছবি তোলা থেকে নিজেকে আটকাতে পারলাম না (দুর্ভাগ্যবশত তাসকিন আহমেদ ছিল না)।’
মূলত জাতীয় দলের সাত পেসারের সঙ্গে ছবি তুলেছেন তিনি। তাসকিন না থাকলেও ছিলেন মোস্তাফিজ, শরীফুল, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা ও রিপন মণ্ডল। অভিজ্ঞ তাসকিনকে মিস করার কথাও জানিয়েছেন তিনি।
ছবির গল্পটা পরে আতহার আজকের পত্রিকাকে শুনিয়েছেন এভাবে, ‘ওরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস! পাকিস্তানে একটা ঝলক তো দেখলেনই, সামনে আরও দেখা যাবে ইনশা আল্লাহ ৷ সবার গড়ন ভালো, বোলিংয়েও ভালো করছে ৷ তাসকিনকে মিস করেছি, ও ভিসা সেন্টারে আসতে একটু দেরি করেছিল বলে ছবিতে নেই।’
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে শরীফুল, হাসান, নাহিদ রানাদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি, ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৭ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে