Ajker Patrika

তৃতীয়বারের মতো সিপিএলের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩: ৪৮
তৃতীয়বারের মতো সিপিএলের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াশ। তৃতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শিরোপার লড়াইয়ে বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে জ্যামাইকা।

ফাইনালে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জ্যামাইকা। কাইল মায়ার্সের বলে ‘গোল্ডেন ডাক’ মারেন ওপেনিং ব্যাটার কেনার লুইস। তবে আরেক ওপেনার ব্র্যান্ডন কিং দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শামারা ব্রুকসকে নিয়ে। দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। ৪৭ রানে ব্রুকস আউট হলেও দলকে ৮ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিং। বাকি কাজটুকু তিনি করেন অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গী করে। ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কিং। আর পাওয়েল ১৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ছয় বছর পর শিরোপা জিতল জ্যামাইকা। ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। 

এর আগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে বার্বাডোজ। রাকিম কর্নওয়েল ও মায়ার্স দুরন্ত শুরু এনে দিয়েছিলেন দলকে। ওপেনিং জুটিতে মাত্র ৬ ওভারে ৬৩ রান তুলেছিলেন দুজনে। কর্নওয়েলের আউটের পরেই দলটি নিয়মিত উইকেট হারাতে থাকে। তাই ব্যাটিংয়ে ভালো শুরুর পরও দলটি ২০ ওভারে মাত্র ১৬১ রান সংগ্রহ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন আজম খান। জ্যামাইকার সেরা বোলার ২৪ রানে ৩ উইকেট নেওয়া ফ্যাবিয়ান অ্যালেন।

৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলা কিং। ১২ ইনিংসে ৪২২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর এবারের আসরে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলজেরি জোসেফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত