Ajker Patrika

বিপিএলে কুমিল্লার মালিক খুঁজছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২০: ০২
বিপিএলে কুমিল্লার মালিক খুঁজছে বিসিবি

ক্ষমতার পটপরিবর্তনের পর নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব টিকে গেলেও নিজেদের ভেন্যুতে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। প্রশ্নবোধক চিহ্ন পড়েছিল বিপিএলসহ বাকি ঘরোয়া ক্রিকেট নিয়ে। সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলে বিসিবিরও স্থবিরতা কাটতে শুরু করেছে। 

সূত্র জানায়, আগামী মাসে বিপিএলের খেলোয়াড় নিলাম সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। নির্বাচকেরা পাকিস্তান সফর থেকে ফিরে স্থানীয় ক্রিকেটারদের গ্রেড আনুপাতিক মূল্য নির্ধারণের কাজ শুরু করবেন। বিদেশি ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের শ্রেণি ও ভিত্তিমূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলছে। 

বিপিএলের সাত দলের মধ্যে ৫ দল (বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও সিলেট) তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেও এখনো কুমিল্লা তা নিশ্চিত করেনি। বিপিএলের ওয়ার্কিং কমিটি কুমিল্লা দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। কুমিল্লা ভিক্টোরিয়ানস স্বত্বাধিকারী নাফিসা কামাল এ মুহূর্তে দেশের বাইরে। বিপিএলের অন্যতম সফলতম ফ্র্যাঞ্চাইজির এবার নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবির বিপিএল কমিটি। 

সূত্র আরও জানায়, বিপিএলের ওয়ার্কিং কমিটির কাছে দেশে মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ কোম্পানি ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে কুমিল্লার দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করছে। সব ঠিক থাকলে এই প্রতিষ্ঠানকেই কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি-স্বত্ব দিতে পারে। সেটি হলে কুমিল্লার নামেও পরিবর্তন আসতে পারে। যদি শেষ পর্যন্ত কেউ স্বত্ব না কেনে, সে ক্ষেত্রে ছয় দলের বিপিএল হবে বলে জানা যায়। সব কার্যক্রম শেষ করে আগামী মাসের শেষ সপ্তাহে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলাম হবে। 

এরই মধ্যে দুর্দান্ত ঢাকা দলের মালিকানা বদল হয়েছে। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বদলে দিতে পারে ঢাকার আগের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত