Ajker Patrika

ভারতীয়দের ‘অভিশাপের’ মুখে রুট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৬: ৫২
জো রুটের কারণে হুমকির মুখে রয়েছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। ছবি: এএফপি
জো রুটের কারণে হুমকির মুখে রয়েছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। ছবি: এএফপি

জো রুট কি পারবেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে। স্কাই স্পোর্টসের পরিসংখ্যানবিদ বেনেডিক্ট বেরমাঞ্জ বলছেন সেই সম্ভাবনা ৬০.২৮ শতাংশ। যা শুনে খানিকটা অবাকই হন ভারতীয় ধারাবাষ্যকার রবি শাস্ত্রী। শচীনকে টপকে যাওয়ার পথে ভারতীয়দের অভিশাপের মুখে পড়তে হবে বলে জানালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন।

১৫৯২১ রান নিয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন শচীন। রুটের কারণেই ভারতীয় কিংবদন্তির এই রেকর্ড এখন হুমকির মুখে। ১৫৭ টেস্টে খেলে এখন পর্যন্ত ১৩২৭০ রান করেছেন রুট। তাঁর উপরে রয়েছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংও। কেউই অবশ্য এখন আর খেলছেন না।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে শাস্ত্রী বলেন, ‘তার বয়সটা দেখুন, ম্যাচের সংখ্যা দেখুন। ১৫৭ ম্যাচ খেলে ফেলেছে সে। উপরে থাকা তিনজনকে ছাড়িয়ে যেতে তার প্রায় তিন টেস্ট লাগবে। এরপর তার সামনে আরও ৪০ ম্যাচ রয়েছে। শচীন ২০০ টেস্ট খেলেছে। রুট এখনো তরুণ, তার হাতে অন্তত চার বছর ক্রিকেট খেলার সুযোগ রয়েছে।’

৩৪ বছর বয়সী রুটকে নিয়ে শাস্ত্রী আরও বলেন, ‘শচীন ও তার মধ্যে প্রায় ৩ হাজার রানের পার্থক্য থাকবে। ফর্মে থাকলে সবই সম্ভব। এছাড়া বয়সও তার পক্ষে আছে। বেনেডিক্ট আমাকে বলল, শচীনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৬০.২৮ শতাংশ। আমি জানি না, কীভাবে সে এই হিসেব করেছে। তবে এই তথ্যটি ভারতীয়দের কানে সুর হয়ে বাজবে না।’

ঠিক তখনই শাস্ত্রীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে রসিকতার সুরে আথারটন বলেন, ‘তাকে (রুট) অভিশাপ দেওয়া হবে। মুম্বাইয়ের লাখো বাড়ি থেকে তার ওপর অভিশাপ বর্ষিত হচ্ছে এখন।’

রুট চূড়ায় উঠলে তাঁকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব বলে মনে করেন আথারটন। তিনি বলেন, ‘রুট যেখানেই শেষ করুক না কেন। ধরুন সে শচীনকে ছাড়িয়ে গেল। আমি নিশ্চিত নই, ভবিষ্যতে সেটা কেউ টপকাতে পারবে কি না। খেলার ধরন যেভাবে বদলাচ্ছে, তাতে আমি মনে করি সামনে আরও কম টেস্ট খেলবে ক্রিকেটাররা।’

আলাপে শাস্ত্রী যোগ করেন, ‘সেটাই তাকে (রুট) তাড়না দেবে। সেটা সে জানে এবং অন্য যে কারও থেকে বেশি জানে। এখন তিন ফরম্যাট একসঙ্গে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত