Ajker Patrika

তুরস্ক ও সিরিয়ায় হতাহতদের স্মরণে বিপিএলে এক মিনিট নীরবতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৫
তুরস্ক ও সিরিয়ায় হতাহতদের স্মরণে বিপিএলে এক মিনিট নীরবতা

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধসে পড়া হাজারো ভবনের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধারের জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। 
 
আজ দুপুর দেড়টায় শুরু হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার খেলা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল ও সমর্থকেরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ভূমিকম্পের সেসব হৃদয়স্পর্শী ছবি। সঙ্গে এই বার্তা ভেসে ওঠে, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’ 
 
গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। সোমবার ভোররাতের ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধ্বংসযজ্ঞের যে ধরন, তাতে এই সংখ্যা এখনকার কয়েকগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। ১৯৯৯ সালের পর দেশটির দেখা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত