এক ম্যাচ খেলে পরের ম্যাচে বিশ্রাম-এই নিয়মেই চলছে ইংল্যান্ডের টেস্ট দল। এই বিশ্রামনীতি দেখে ক্ষুব্ধ স্যার ইয়ান বোথাম। ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে না পারায় বিশ্রামনীতিকে বড় কারণ হিসেবে দেখছেন এই কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে ৩-১ বা ২-০ তে সিরিজ জিততে হতো। গুরুত্বপূর্ণ এই সিরিজে জস বাটলার, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের মতো তারকা খেলোয়াড়দের তারা এই বিশ্রামনীতির নিয়মে খেলায়। আর তাতে ৩-১ এ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় ইংল্যান্ডের।
ইংল্যান্ডের এমন নীতিতে বিরক্ত এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, ‘আমি বুঝি না এভাবে আমরা যোগ্য খেলোয়াড় নির্বাচন করতে পারছি কি না। এটা পুরোপুরি ফালতু একটা পদ্ধতি। আপনি ভালো খেললে কেউ আপনাকে অভিনন্দন জানাবে আর পরের ম্যাচেই আপনি বিশ্রামে! ফর্মে থাকা কোনো খেলোয়াড় কি শুধু শুধু বেঞ্চে গা গরম করতে চাইবে!’
ইংল্যান্ড সবশেষ টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে গত জুন মাসে। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্টের সিরিজে ১-০ তে হেরেছিল ইংল্যান্ড। তাতে ইংল্যান্ডের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন বোথাম। তিনি আরও বলেছেন, ‘ইংল্যান্ডের ব্যাটিংটা খুব ভোগাচ্ছে। লর্ডসে প্রথম টেস্টে শেষ দিনে রান তাড়া করে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ছিল। ভক্ত সমর্থকেরা মাসের পর মাস অপেক্ষা করে থাকে আর ইংল্যান্ড দল তাদের হতাশ করছে।’
এক ম্যাচ খেলে পরের ম্যাচে বিশ্রাম-এই নিয়মেই চলছে ইংল্যান্ডের টেস্ট দল। এই বিশ্রামনীতি দেখে ক্ষুব্ধ স্যার ইয়ান বোথাম। ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে না পারায় বিশ্রামনীতিকে বড় কারণ হিসেবে দেখছেন এই কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে ৩-১ বা ২-০ তে সিরিজ জিততে হতো। গুরুত্বপূর্ণ এই সিরিজে জস বাটলার, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের মতো তারকা খেলোয়াড়দের তারা এই বিশ্রামনীতির নিয়মে খেলায়। আর তাতে ৩-১ এ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় ইংল্যান্ডের।
ইংল্যান্ডের এমন নীতিতে বিরক্ত এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, ‘আমি বুঝি না এভাবে আমরা যোগ্য খেলোয়াড় নির্বাচন করতে পারছি কি না। এটা পুরোপুরি ফালতু একটা পদ্ধতি। আপনি ভালো খেললে কেউ আপনাকে অভিনন্দন জানাবে আর পরের ম্যাচেই আপনি বিশ্রামে! ফর্মে থাকা কোনো খেলোয়াড় কি শুধু শুধু বেঞ্চে গা গরম করতে চাইবে!’
ইংল্যান্ড সবশেষ টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে গত জুন মাসে। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্টের সিরিজে ১-০ তে হেরেছিল ইংল্যান্ড। তাতে ইংল্যান্ডের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন বোথাম। তিনি আরও বলেছেন, ‘ইংল্যান্ডের ব্যাটিংটা খুব ভোগাচ্ছে। লর্ডসে প্রথম টেস্টে শেষ দিনে রান তাড়া করে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ছিল। ভক্ত সমর্থকেরা মাসের পর মাস অপেক্ষা করে থাকে আর ইংল্যান্ড দল তাদের হতাশ করছে।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৩ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩০ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে