Ajker Patrika

নেপালের তারকা ক্রিকেটারের ৮ বছরের জেল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২১: ৪৬
নেপালের তারকা ক্রিকেটারের ৮ বছরের জেল

অপরাধ প্রমাণিত হওয়ায় আগেই আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বড় রকমের শাস্তি পাওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, সেটিই পাচ্ছেন সন্দীপ লামিচানে। ধর্ষণের দায়ে আজ নেপালের তারকা ক্রিকেটারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

অল্প বয়সেই নেপালের ক্রিকেটের পোস্টারবয় হয়ে উঠেছিলেন লামিচানে। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নাম লেখান। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। তবে ২০২২ সালে ২৩ বছর বয়সী এই লেগ-স্পিনারের ক্যারিয়ারে লাগে কলঙ্কের দাগ।

কাঠমান্ডুর এক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। সেই অভিযোগ থেকে জামিনে মুক্ত ছিলেন তিনি। নেপালের স্কোয়াডে ফিরে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।

বারবার বিলম্বিত বিচারের পরে গত ডিসেম্বরে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হোন লামিচানে। সেই সময় অনুমান করা হয়েছিল, বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। আজ সেই শাস্তিই কার্যকর হলো। লামিচানের কারাদণ্ড নিয়ে কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা এএফপিকে বলেন, ‘আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।’

এছাড়াও লামিচানেকে ৩ লাখ নেপালি রুপি পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ নেপালি রুপিও দিতে হবে তাঁর। তবে লামিচানে এখন হেফাজতে নেই। শাস্তি কার্যকরের সময়ও তিনি আদালতে ছিলেন না। তাঁর আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, এই রায়ের ব্যাপারে তারা উচ্চ আদালতে আপিল করবে।

লামিচানের বিরুদ্ধে অভিযোগ আনা সেই নারী দাবি করেছিলেন, ধর্ষণের সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তবে আদালত এর আগে শুনানিতে জানান, ভিকটিম বয়স ছিল ১৮। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তাঁর স্বজনেরা।

লামিচানের নেপালের হয়ে অভিষেক ২০১৮ সালে। দেশটির হয়ে তিনি ৫১ ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১১২ ও ৯৮ উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত