অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে চলছে একের পর এক আলোচনা। মাঠের পারফরম্যান্স নিয়ে তো সমালোচনা চলছেই। সামাজিক মাধ্যমে করা হচ্ছে একের পর এক বিদ্রূপ। এমনকি বাদ যাচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্টরাও।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গত ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। এরপর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামীকাল সিরিজের তৃতীয় টেস্ট খেলবে দুই দল। অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে, মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার বিমান মিস করেছেন হাফিজ। সূত্রের বরাতে জানা গেছে, সিডনিতে পাকিস্তান দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের কোচের দায়িত্বে আছেন। মেলবোর্ন বিমানবন্দরে হাফিজ ও তাঁর স্ত্রী পৌঁছালেও তারা ফ্লাইটের সময় দেখেননি। দেরিতে পৌঁছানোয় বিমানবন্দরের কর্তারা তাঁদের (হাফিজ ও তাঁর স্ত্রী) বিমানে উঠতে দেননি। হাফিজের বিমান মিস করা নিয়ে মজা করেছে আইসল্যান্ড ক্রিকেট। পাকিস্তানের তারকা ব্যাটারের ছবি পোস্ট করে আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘এত প্রতিভা তাঁদের। এমনকি অস্ট্রেলিয়া এয়ারলাইনস তাঁকে খুঁজে পাচ্ছে না।’
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট পাকিস্তান জিতেছে ১৯৯৫ সালে। নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান ২৮ বছর পর মেলবোর্ন টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান জিততে পারেনি। ৭৯ রানে হেরে গেছে তারা। এর আগে পার্থে প্রথম টেস্টে ৩৬০ রানে হেরেছিল পাকিস্তান। যা পাকিস্তানের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে পরাজয়।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে চলছে একের পর এক আলোচনা। মাঠের পারফরম্যান্স নিয়ে তো সমালোচনা চলছেই। সামাজিক মাধ্যমে করা হচ্ছে একের পর এক বিদ্রূপ। এমনকি বাদ যাচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্টরাও।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গত ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। এরপর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামীকাল সিরিজের তৃতীয় টেস্ট খেলবে দুই দল। অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে, মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার বিমান মিস করেছেন হাফিজ। সূত্রের বরাতে জানা গেছে, সিডনিতে পাকিস্তান দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের কোচের দায়িত্বে আছেন। মেলবোর্ন বিমানবন্দরে হাফিজ ও তাঁর স্ত্রী পৌঁছালেও তারা ফ্লাইটের সময় দেখেননি। দেরিতে পৌঁছানোয় বিমানবন্দরের কর্তারা তাঁদের (হাফিজ ও তাঁর স্ত্রী) বিমানে উঠতে দেননি। হাফিজের বিমান মিস করা নিয়ে মজা করেছে আইসল্যান্ড ক্রিকেট। পাকিস্তানের তারকা ব্যাটারের ছবি পোস্ট করে আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘এত প্রতিভা তাঁদের। এমনকি অস্ট্রেলিয়া এয়ারলাইনস তাঁকে খুঁজে পাচ্ছে না।’
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট পাকিস্তান জিতেছে ১৯৯৫ সালে। নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান ২৮ বছর পর মেলবোর্ন টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান জিততে পারেনি। ৭৯ রানে হেরে গেছে তারা। এর আগে পার্থে প্রথম টেস্টে ৩৬০ রানে হেরেছিল পাকিস্তান। যা পাকিস্তানের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে পরাজয়।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৬ ঘণ্টা আগে