Ajker Patrika

১৪ বছর পর তাইজুল...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৮: ১০
১৪ বছর পর তাইজুল...

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের তিনটি নেন তাইজুল ইসলাম। আজ দ্বিতীয় দিনও দলের রক্ষাকর্তার ভূমিকায় এ বাঁহাতি স্পিনার। স্বাগতিকদের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তাইজুল। এর মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল। 

এ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি বোলার ছিলেন সাকিব আল হাসান। ২০০৮ সালে প্রোটিয়া সফরে দুবার এই কীর্তি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। এরপর আর কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি। 

আজ দুই উইকেটের প্রথমটি তাইজুল নিয়েছেন বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক ডেলিভারিতে। আগের দিনের অপরাজিত ব্যাটার উইয়ান মুল্ডারকে ফেরান তিনি। বাতাসে ভাসিয়ে দেওয়া বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার পথে মুল্ডারকে অফ স্টাম্পে আঘাত হানে। ৭৭ বলে ৩৩ রান করে আউট হন মুল্ডার। মহারাজের সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠা এ জুটি ভাঙেন তাইজুল। 

এ উইকেটের পর সপ্তম উইকেটে আবার জমে যায় মহারাজ আর সাইমন হারমার জুটি। জুটি ভাঙতে আবার এগিয়ে আসতে হলো তাইজুলকে। সকালের দারুণ শুরুর পর বাংলাদেশ বোলিং লাইনআপকে এলোমেলো করে দেন মহারাজ। এবার তাঁকে বোল্ড করে ফেরান তাইজুল। দেশের বাইরে এটি তাঁর দ্বিতীয়বার ৫ উইকেট। সব মিলিয়ে তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০ তম পঞ্চম উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত