ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি এবার বেশ উত্তাপ ছড়াচ্ছে। মাঠ, মাঠের বাইরে সব জায়গায় দুই দলের মধ্যে চলছে লড়াই। যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক, স্যাম কনস্টাস-বিরাট কোহলির ধাক্কাধাক্কির ঘটনা, মোহাম্মদ সিরাজ-ট্রাভিড হেডের তর্কযুদ্ধ জসপ্রীত বুমরার সঙ্গে কনস্টাসের কথার লড়াই-ঘটছে তো কত ঘটনাই।
সাধারণত কারও উইকেট নিলে কোনো বোলার সেই ব্যাটারের দিকে দেখিয়ে যায়। কিন্তু বুমরা গতকাল সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের প্রথম দিনে করেছেন উল্টো। উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে তেড়ে গেছেন। তখনই কনস্টাস ও বুমরার কথা কাটাকাটি শুরু। ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছে। পরবর্তীতে আইসিসি কনস্টাস-বুমরা কাউকে কোনো শাস্তি দেয়নি। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘কোনো রকম জরিমানা বা শাস্তি না হওয়ায় এটা মেনে নেওয়া যায়। আমি এটা তাই আইসিসির দিকে ছেড়ে দিলাম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও আম্পায়ার সেখানে ছিলেন। তারা যদি এটাকে সন্তোষজনক বলে ধরে নেয়, তাহলে বুঝতে পারব যে আমাদের খেলার মানদণ্ড কী রকম।’
বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ২০১৬ সালে। অন্যদিকে কনস্টাস আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। বয়সেও বুমরা (৩১ বছর) ১২ বছরের বড় কনস্টাসের (১৯ বছর) শেষে। বুমরার সঙ্গে এভাবে কথার লড়াই দেখে কনস্টাসের প্রশংসাও অনেকে করতে পারেন। তবে ম্যাকডোনাল্ডের মতে ভারতের উদযাপন ভয়ংকর ছিল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ‘তার (কনস্টাস) সঙ্গে কথা বলে দেখলাম সে ঠিক আছে কি না। এখানে স্পষ্ট যে ভারত যেভাবে উদযাপন করেছে, সেটা আসলেই ভয়ংকর। খেলার আইনের মধ্য থেকে হয়েছে সব। কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। তবে নন-স্ট্রাইকারের দিকে যখন প্রতিপক্ষ দল এভাবে এগোয়, তখন আমাদের একটা দায়িত্ব চলে আসে সে (ব্যাটার) ঠিক আছে কি না, সেটা দেখার। যাতে এই পরিস্থিতি কাটিয়ে সে পারফর্ম করতে পারে।’
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে হেড ও সিরাজের তুমুল তর্কযুদ্ধ হয়েছিল। গোলাপি বলের সেই টেস্টের পর আইসিসি দুজনকে শাস্তি দিয়েছিল। এমনকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে কনস্টাসকে ধাক্কা মারায় কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল। নামের পাশে দেওয়া হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। কোহলির জন্য এই শাস্তি কম হয়েছে বলে তখন আইসিসির ওপর তোপ দেগেছিলেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো তারকারা। অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদমাধ্যম কোহলির ব্যঙ্গচিত্রও ছেপেছিল।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি এবার বেশ উত্তাপ ছড়াচ্ছে। মাঠ, মাঠের বাইরে সব জায়গায় দুই দলের মধ্যে চলছে লড়াই। যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক, স্যাম কনস্টাস-বিরাট কোহলির ধাক্কাধাক্কির ঘটনা, মোহাম্মদ সিরাজ-ট্রাভিড হেডের তর্কযুদ্ধ জসপ্রীত বুমরার সঙ্গে কনস্টাসের কথার লড়াই-ঘটছে তো কত ঘটনাই।
সাধারণত কারও উইকেট নিলে কোনো বোলার সেই ব্যাটারের দিকে দেখিয়ে যায়। কিন্তু বুমরা গতকাল সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের প্রথম দিনে করেছেন উল্টো। উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে তেড়ে গেছেন। তখনই কনস্টাস ও বুমরার কথা কাটাকাটি শুরু। ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছে। পরবর্তীতে আইসিসি কনস্টাস-বুমরা কাউকে কোনো শাস্তি দেয়নি। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘কোনো রকম জরিমানা বা শাস্তি না হওয়ায় এটা মেনে নেওয়া যায়। আমি এটা তাই আইসিসির দিকে ছেড়ে দিলাম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও আম্পায়ার সেখানে ছিলেন। তারা যদি এটাকে সন্তোষজনক বলে ধরে নেয়, তাহলে বুঝতে পারব যে আমাদের খেলার মানদণ্ড কী রকম।’
বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ২০১৬ সালে। অন্যদিকে কনস্টাস আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। বয়সেও বুমরা (৩১ বছর) ১২ বছরের বড় কনস্টাসের (১৯ বছর) শেষে। বুমরার সঙ্গে এভাবে কথার লড়াই দেখে কনস্টাসের প্রশংসাও অনেকে করতে পারেন। তবে ম্যাকডোনাল্ডের মতে ভারতের উদযাপন ভয়ংকর ছিল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ‘তার (কনস্টাস) সঙ্গে কথা বলে দেখলাম সে ঠিক আছে কি না। এখানে স্পষ্ট যে ভারত যেভাবে উদযাপন করেছে, সেটা আসলেই ভয়ংকর। খেলার আইনের মধ্য থেকে হয়েছে সব। কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। তবে নন-স্ট্রাইকারের দিকে যখন প্রতিপক্ষ দল এভাবে এগোয়, তখন আমাদের একটা দায়িত্ব চলে আসে সে (ব্যাটার) ঠিক আছে কি না, সেটা দেখার। যাতে এই পরিস্থিতি কাটিয়ে সে পারফর্ম করতে পারে।’
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে হেড ও সিরাজের তুমুল তর্কযুদ্ধ হয়েছিল। গোলাপি বলের সেই টেস্টের পর আইসিসি দুজনকে শাস্তি দিয়েছিল। এমনকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে কনস্টাসকে ধাক্কা মারায় কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল। নামের পাশে দেওয়া হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। কোহলির জন্য এই শাস্তি কম হয়েছে বলে তখন আইসিসির ওপর তোপ দেগেছিলেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো তারকারা। অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদমাধ্যম কোহলির ব্যঙ্গচিত্রও ছেপেছিল।
আরও পড়ুন:
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৭ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে