এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে সেমিফাইনাল খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ হকি দলের কোচ কিম ইয়ং। দক্ষিণ কোরিয়ার কোচের সেই আশা পূরণ তো দূরে থাক সর্বশেষবারের পজিশনও অর্জন করতে পারছে না বাংলাদেশ।
সর্বশেষবার ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবার পয়েন্ট তালিকায় চতুর্থ হওয়ায় সপ্তমের লড়াইয়ে নামবেন পুষ্কর খীসা–আশরাফুল ইসলামরা। এশিয়াডের শুরুটা হয়েছিল দুই ম্যাচে হার দিয়ে। শেষটাও হচ্ছে হার দিয়ে। সেটিও আবার আগের হারগুলোর ব্যবধানের চেয়ে বেশি। দুর্দান্ত ছন্দে থাকা ভারতের কাছে ১২–০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে করে এশিয়াডে ৪১ বছর পর আবারও ভারতের কাছে এত গোল হজম করল বাংলাদেশ।
১৯৮২ দিল্লি এশিয়াডেও ভারতের কাছে ১২–০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়ে। ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রিত সিং। দুই মিনিট পর দলের লিড দ্বিগুণ করেন তিনি। ম্যাচে হ্যাটট্রিকপূর্ণ করেন ৩২ মিনিটে। তাঁর মতো হ্যাটট্রিক পেয়েছেন মানদ্বীপ সিংও। জোড়া গোল করা অভিষেকের সঙ্গে একটি করে গোল করেছেন ললিত কুমার, অমিত রুইদাস, নীলকান্ত শর্মা ও গুরজন্ত সিং।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলেও কমপক্ষে ২ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ একবারও পায়নি পুষ্কর–আশরাফুলরা। সব মিলিয়ে টুর্নামেন্টে ২৯ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে দিয়েছে ১৫ গোল। এবারে এশিয়াডে ভারতের কাছে ১২–০ গোলের হারই বড় ব্যবধানের হার। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৭–২ গোলে হারার পর পাকিস্তানের কাছে হেরেছিল ৫–২ ব্যবধানে। আর আজ হারার আগে মাঝে সিঙ্গাপুর ও উজবেকিস্তানে কাছে ৭–৩ ও ৪–২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে সেমিফাইনাল খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ হকি দলের কোচ কিম ইয়ং। দক্ষিণ কোরিয়ার কোচের সেই আশা পূরণ তো দূরে থাক সর্বশেষবারের পজিশনও অর্জন করতে পারছে না বাংলাদেশ।
সর্বশেষবার ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবার পয়েন্ট তালিকায় চতুর্থ হওয়ায় সপ্তমের লড়াইয়ে নামবেন পুষ্কর খীসা–আশরাফুল ইসলামরা। এশিয়াডের শুরুটা হয়েছিল দুই ম্যাচে হার দিয়ে। শেষটাও হচ্ছে হার দিয়ে। সেটিও আবার আগের হারগুলোর ব্যবধানের চেয়ে বেশি। দুর্দান্ত ছন্দে থাকা ভারতের কাছে ১২–০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে করে এশিয়াডে ৪১ বছর পর আবারও ভারতের কাছে এত গোল হজম করল বাংলাদেশ।
১৯৮২ দিল্লি এশিয়াডেও ভারতের কাছে ১২–০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়ে। ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রিত সিং। দুই মিনিট পর দলের লিড দ্বিগুণ করেন তিনি। ম্যাচে হ্যাটট্রিকপূর্ণ করেন ৩২ মিনিটে। তাঁর মতো হ্যাটট্রিক পেয়েছেন মানদ্বীপ সিংও। জোড়া গোল করা অভিষেকের সঙ্গে একটি করে গোল করেছেন ললিত কুমার, অমিত রুইদাস, নীলকান্ত শর্মা ও গুরজন্ত সিং।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলেও কমপক্ষে ২ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ একবারও পায়নি পুষ্কর–আশরাফুলরা। সব মিলিয়ে টুর্নামেন্টে ২৯ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে দিয়েছে ১৫ গোল। এবারে এশিয়াডে ভারতের কাছে ১২–০ গোলের হারই বড় ব্যবধানের হার। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৭–২ গোলে হারার পর পাকিস্তানের কাছে হেরেছিল ৫–২ ব্যবধানে। আর আজ হারার আগে মাঝে সিঙ্গাপুর ও উজবেকিস্তানে কাছে ৭–৩ ও ৪–২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে