নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেফারিং নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের মন্তব্যে কঠিন পদক্ষেপের পথে হাঁটছেন রেফারিরা। পরশু লিগের ম্যাচ মাঠে না নামার সিদ্ধান্ত তাঁদের।
শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টিতে হারের পর সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে লাথি মারার অভিযোগ করেছিলেন রেফারিরা। এরই মধ্যে রেফারিদের মান নিয়ে কাজী সালাউদ্দিনের একটি মন্তব্য জ্বেলেছিল বিতর্কের আগুন। সেই বিতর্কে এবার ঘি ঢেলেছে সালাউদ্দিনের সাক্ষাৎকার।
আজ আজকের পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন বলেছেন, রেফারিদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ও তাদের পারিশ্রমিক ৩০০ গুণ বাড়ানো হয়েছে। বাফুফের কাছে রেফারিদের কোনো বকেয়া বাকি নেই বলেও দাবি করেছেন তিনি। সালাউদ্দিনের এমন মন্তব্যে রীতিমতো ধর্মঘটের পথে হাঁটছেন রেফারিরা।
বাফুফে সভাপতির মন্তব্যের জেরে আজ সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন রেফারিরা। বৈঠকে তাঁরা দাবি তুলেছেন সালাউদ্দিনের দাবি করা ৩০০ গুণ পারিশ্রমিকের বিষয়টি সত্যিকারের বাস্তবায়ন। সঙ্গে বাফুফের কাছে পাওনা পারিশ্রমিক পরিশোধেরও দাবি তুলেছেন তাঁরা। আজকের সভায় উপস্থিত ছিলেন ২০-এর অধিক রেফারি। অনলাইনে যুক্ত ছিলেন সারা দেশের রেফারিরা। বৈঠকে উপস্থিত এক রেফারি আজকের পত্রিকাকে জানালেন, ‘বাফুফে সভাপতি যা বলেছেন তা রীতিমতো হাস্যকর। পারলে এখন তিনি আমাদের এই পাওনা পরিশোধ করে দিন!’ পাওনা পরিশোধ না হলে আগামী শনিবার তারা ম্যাচ পরিচালনা করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে এক টেলিভিশন চ্যানেলে দেওয়া হেড অব রেফারিজ আজাদ রহমানের এক মন্তব্যের কারণে তার পদত্যাগেরও দাবি তুলেছেন রেফারিরা।
রেফারিং নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের মন্তব্যে কঠিন পদক্ষেপের পথে হাঁটছেন রেফারিরা। পরশু লিগের ম্যাচ মাঠে না নামার সিদ্ধান্ত তাঁদের।
শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টিতে হারের পর সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে লাথি মারার অভিযোগ করেছিলেন রেফারিরা। এরই মধ্যে রেফারিদের মান নিয়ে কাজী সালাউদ্দিনের একটি মন্তব্য জ্বেলেছিল বিতর্কের আগুন। সেই বিতর্কে এবার ঘি ঢেলেছে সালাউদ্দিনের সাক্ষাৎকার।
আজ আজকের পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন বলেছেন, রেফারিদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ও তাদের পারিশ্রমিক ৩০০ গুণ বাড়ানো হয়েছে। বাফুফের কাছে রেফারিদের কোনো বকেয়া বাকি নেই বলেও দাবি করেছেন তিনি। সালাউদ্দিনের এমন মন্তব্যে রীতিমতো ধর্মঘটের পথে হাঁটছেন রেফারিরা।
বাফুফে সভাপতির মন্তব্যের জেরে আজ সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন রেফারিরা। বৈঠকে তাঁরা দাবি তুলেছেন সালাউদ্দিনের দাবি করা ৩০০ গুণ পারিশ্রমিকের বিষয়টি সত্যিকারের বাস্তবায়ন। সঙ্গে বাফুফের কাছে পাওনা পারিশ্রমিক পরিশোধেরও দাবি তুলেছেন তাঁরা। আজকের সভায় উপস্থিত ছিলেন ২০-এর অধিক রেফারি। অনলাইনে যুক্ত ছিলেন সারা দেশের রেফারিরা। বৈঠকে উপস্থিত এক রেফারি আজকের পত্রিকাকে জানালেন, ‘বাফুফে সভাপতি যা বলেছেন তা রীতিমতো হাস্যকর। পারলে এখন তিনি আমাদের এই পাওনা পরিশোধ করে দিন!’ পাওনা পরিশোধ না হলে আগামী শনিবার তারা ম্যাচ পরিচালনা করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে এক টেলিভিশন চ্যানেলে দেওয়া হেড অব রেফারিজ আজাদ রহমানের এক মন্তব্যের কারণে তার পদত্যাগেরও দাবি তুলেছেন রেফারিরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৩ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৫ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৬ ঘণ্টা আগে