‘ওয়েলকাম টু দ্য হোটেল ক্যালিফোর্নিয়া’ ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘ঈগলস’ ব্যান্ডের গানটি তোলপাড় করেছিল সারা বিশ্ব। এখনো যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিক্রীত অ্যালবামের তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে হোটেল ক্যালিফোর্নিয়া। এই গানের পাণ্ডুলিপিই নাকি হারিয়ে ফেলেছেন শিল্পী ডন হেনলি। হাতে লেখা ১০০ পৃষ্ঠার এ পাণ্ডুলিপি ফিরে পাওয়ার আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, শুক্রবার নিউইয়র্কের আদালতে বিষয়টি নিয়ে মামলা করেছেন ডন হেনলি। তাঁর দাবি, বহুদিন ধরেই এই অ্যালবামের পাণ্ডুলিপি নিজের কাছে রেখেছিলেন তিনি। কিন্তু তা চুরি হয়ে যায়। ঘটনাচক্রে গত মার্চে এই পাণ্ডুলিপি বিক্রি করার অভিযোগ উঠেছিল বই ব্যবসায়ী গ্লেন হোরোউইৎজ, রক অ্যান্ড রোল হল অব ফেমের সাবেক কিউরেটর ক্রেগ ইনশিয়ার্দি ও স্মারক বিক্রেতা এডওয়ার্ড কোসিনস্কির বিরুদ্ধে। ওই সময় ম্যানহাটান ফেডারেল কোর্টে অভিযোগ জানিয়েছিলেন ডন হেনলি। কিন্তু সেই অভিযোগ খারিজ হয়ে যায়। এর পরই হেনলি নিজে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
হেনলির আইনজীবী ড্যানিয়েল পেট্রোসেলির দাবি, ‘হোটেল ক্যালিফোর্নিয়া’র ১০০ পাতার পাণ্ডুলিপি ডন হেনলি ও তাঁর পরিবারের সম্পত্তি। সুতরাং তা থেকে অন্য কারও কোনো ধরনের সুবিধা পাওয়ার অধিকার নেই। পাণ্ডুলিপিটি বর্তমানে নিউইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে রাখা বলেই খবর। কীভাবে এই পাণ্ডুলিপি এডওয়ার্ড, ক্রেগদের হাতে পৌঁছাল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে ডন হেনলির দাবি, ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ গানের এই হাতে লেখা পাণ্ডুলিপি যে তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তি, তা আদালত ঘোষণা করুক। আর সেই পাণ্ডুলিপি তাঁকেই ফিরিয়ে দেওয়া হোক। এর আগে যে মামলা হয়েছিল, তাতে তিন অভিযুক্তের আইনজীবী প্রাথমিকভাবে দাবি করেছিলেন, হেনলি নাকি এই পাণ্ডুলিপি এক লেখককে দিয়েছিলেন নিজের আত্মজীবনী লেখার জন্য। কিন্তু তা প্রকাশ হয়নি। পরে হাতে লেখা পাণ্ডুলিপিটি গ্লেন হোরোউইৎজ কিনে নেন। তিনি সেটি ক্রেগ ও এডওয়ার্ডকে বিক্রি করে দেন। ২০১২ সালে এই পাণ্ডুলিপি নিলামে তোলা হয়েছিল। সেখান থেকেই পাণ্ডুলিপির বিষয়ে জানতে পারেন ডন হেনলি।
‘ওয়েলকাম টু দ্য হোটেল ক্যালিফোর্নিয়া’ ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘ঈগলস’ ব্যান্ডের গানটি তোলপাড় করেছিল সারা বিশ্ব। এখনো যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিক্রীত অ্যালবামের তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে হোটেল ক্যালিফোর্নিয়া। এই গানের পাণ্ডুলিপিই নাকি হারিয়ে ফেলেছেন শিল্পী ডন হেনলি। হাতে লেখা ১০০ পৃষ্ঠার এ পাণ্ডুলিপি ফিরে পাওয়ার আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, শুক্রবার নিউইয়র্কের আদালতে বিষয়টি নিয়ে মামলা করেছেন ডন হেনলি। তাঁর দাবি, বহুদিন ধরেই এই অ্যালবামের পাণ্ডুলিপি নিজের কাছে রেখেছিলেন তিনি। কিন্তু তা চুরি হয়ে যায়। ঘটনাচক্রে গত মার্চে এই পাণ্ডুলিপি বিক্রি করার অভিযোগ উঠেছিল বই ব্যবসায়ী গ্লেন হোরোউইৎজ, রক অ্যান্ড রোল হল অব ফেমের সাবেক কিউরেটর ক্রেগ ইনশিয়ার্দি ও স্মারক বিক্রেতা এডওয়ার্ড কোসিনস্কির বিরুদ্ধে। ওই সময় ম্যানহাটান ফেডারেল কোর্টে অভিযোগ জানিয়েছিলেন ডন হেনলি। কিন্তু সেই অভিযোগ খারিজ হয়ে যায়। এর পরই হেনলি নিজে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
হেনলির আইনজীবী ড্যানিয়েল পেট্রোসেলির দাবি, ‘হোটেল ক্যালিফোর্নিয়া’র ১০০ পাতার পাণ্ডুলিপি ডন হেনলি ও তাঁর পরিবারের সম্পত্তি। সুতরাং তা থেকে অন্য কারও কোনো ধরনের সুবিধা পাওয়ার অধিকার নেই। পাণ্ডুলিপিটি বর্তমানে নিউইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে রাখা বলেই খবর। কীভাবে এই পাণ্ডুলিপি এডওয়ার্ড, ক্রেগদের হাতে পৌঁছাল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে ডন হেনলির দাবি, ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ গানের এই হাতে লেখা পাণ্ডুলিপি যে তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তি, তা আদালত ঘোষণা করুক। আর সেই পাণ্ডুলিপি তাঁকেই ফিরিয়ে দেওয়া হোক। এর আগে যে মামলা হয়েছিল, তাতে তিন অভিযুক্তের আইনজীবী প্রাথমিকভাবে দাবি করেছিলেন, হেনলি নাকি এই পাণ্ডুলিপি এক লেখককে দিয়েছিলেন নিজের আত্মজীবনী লেখার জন্য। কিন্তু তা প্রকাশ হয়নি। পরে হাতে লেখা পাণ্ডুলিপিটি গ্লেন হোরোউইৎজ কিনে নেন। তিনি সেটি ক্রেগ ও এডওয়ার্ডকে বিক্রি করে দেন। ২০১২ সালে এই পাণ্ডুলিপি নিলামে তোলা হয়েছিল। সেখান থেকেই পাণ্ডুলিপির বিষয়ে জানতে পারেন ডন হেনলি।
১৯ আগস্ট এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দল ঘোষণার পরই হৈচৈ শুরু। তোলপাড়টা হচ্ছে মূলত শ্রেয়াস আইয়ারকে নিয়ে। কারণ, ভারতীয় এই তারকা ক্রিকেটারকে নেওয়া হয়নি এশিয়া কাপের দলে। ভারতের সাবেক ক্রিকেটার তো বটেই, এমনকি শ্রেয়াসের বাবা সন্তোষ আইয়ারও কথা বলেছেন এই ব্যাপারে।
২৬ মিনিট আগেকিছুদিন আগে লাওসে অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপে বাছাই বাংলাদেশের হয়ে খেলে এসেছেন আফঈদা খন্দকার । দলকে প্রতিযোগিতার মূল পর্বে তুলে দিয়েছিলেন। তবে এবার ভিন্ন মিশনে সেই লাওসেই যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী দলের অধিনায়ক। ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলতেই...
৩৮ মিনিট আগে২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—বোঝাই যাচ্ছে, আইসিসি ইভেন্টের কারণে ক্রিকেটারদের কতটা ব্যস্ত সময় পার করতে হয়। আইসিসির সাদা বলের ইভেন্টের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো থাকছেই। এবার দক্ষিণ আফ্রিকা জানাল পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের ৮ ভেন্যুর নাম।
১ ঘণ্টা আগেভুটানকে ৩-১ গোলে হারিয়ে পরশু অনূর্ধ্ব-১৭ নারী সাফ শুরু করেছে বাংলাদেশ। আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৭ নারী সাফের ম্যাচ। তবে ম্যাচ টিভিতে দেখাবে না। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব।
২ ঘণ্টা আগে