Ajker Patrika

মৃত্যুর মুখ থেকে ফিরে গলফ শ্রেষ্ঠত্বের মঞ্চে কিংবদন্তি উডস

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২: ১৪
মৃত্যুর মুখ থেকে ফিরে গলফ শ্রেষ্ঠত্বের মঞ্চে কিংবদন্তি উডস

১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।

গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা। 

উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’

প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’

উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’ 

মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত