১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।
গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা।
উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’
প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’
উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’
মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।
১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।
গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা।
উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’
প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’
উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’
মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১০ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১৬ ঘণ্টা আগে