নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি জয়। প্রথমবার ওয়ানডে জয় ও সিরিজ টাইও দেখা গেছে এই সিরিজে। মেয়েদের দারুণ পারফরম্যান্সের পর সিরিজ শেষে আজ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বাংলাদেশ দলের টিম হোটেলে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা ও মধ্যাহ্নভোজ সারেন বিসিবি সভাপতি। পাপনের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকেরাও ছিলেন টিম হোটেলে। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব মিলিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কারের কথা জানিয়েছেন পাপন।
এখানে ২৫ লাখ টাকা পুরো দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ব্যক্তিগত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাপন বলেছেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য ও যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
ওয়ানডে সিরিজের সময় দেশের বাইরে থাকলেও নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাপনের। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। তাদের বলেছিলাম, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি, তা না। তবে তোমরা খুব ভালো খেলেছ। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’
ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি জয়। প্রথমবার ওয়ানডে জয় ও সিরিজ টাইও দেখা গেছে এই সিরিজে। মেয়েদের দারুণ পারফরম্যান্সের পর সিরিজ শেষে আজ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বাংলাদেশ দলের টিম হোটেলে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা ও মধ্যাহ্নভোজ সারেন বিসিবি সভাপতি। পাপনের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকেরাও ছিলেন টিম হোটেলে। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব মিলিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কারের কথা জানিয়েছেন পাপন।
এখানে ২৫ লাখ টাকা পুরো দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ব্যক্তিগত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাপন বলেছেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য ও যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
ওয়ানডে সিরিজের সময় দেশের বাইরে থাকলেও নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাপনের। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। তাদের বলেছিলাম, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি, তা না। তবে তোমরা খুব ভালো খেলেছ। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’
২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
১৭ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে