একসময় মানুষের সেরা বন্ধু ছিল শিয়াল: গবেষণা
উত্তর-পশ্চিম আর্জেন্টিনার প্রাচীন এক সমাধিতে এক ব্যক্তির কঙ্কালের সঙ্গে পাওয়া গেছে অন্য একটি প্রাণীর কঙ্কাল। ধারণা করা হচ্ছে, এটি একটি পোষা প্রাণী। তবে মানুষের ওই বন্ধুটি মোটেই কুকুর নয়, বরং শিয়াল, আরও পরিষ্কারভাবে বললে খেঁকশিয়াল।