গানের ছন্দে মাথা দোলানো এত দিন মানুষের সহজাত প্রবণতা হিসেবেই মনে করা হতো। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ইঁদুরও লেডি গাগা কিংবা মোজার্টের গানের সঙ্গে মানুষের মতো মাথা দোলাতে পারে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গবেষকেরা ১০টি ইঁদুরের সামনে লেডি গাগার বর্ন দিস ওয়ে, কুইন্স আদার ওয়ান বাইটস দ্য ডাস্ট, মোজার্টের সোনাটা ফর টু পিয়ানো ডি মেজর, মাইকেল জ্যাকসনের বিট ইট এবং মেরুন ফাইভের সুগার বাজানো হয়। বিস্ময়করভাবে দেখা গেছে, ইঁদুরেরা মাথা দোলাচ্ছে। তাদের মাথার নড়াচড়া পরিমাপ করার জন্য বেতার অ্যাক্সিলোমিটার লাগানো হয়েছিল।
স্কাই নিউজ এক প্রতিবেদনে বলেছে, যেসব গানে প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০ বিট রয়েছে, সেই সব গানের ক্ষেত্রে মানুষ সাধারণত প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে গবেষকেরা দেখেছেন, ইঁদুরেরা প্রতি মিনিটে ১৩২ বিট বাজানোর সময় মানুষের মতোই তাল মিলিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিরোকাজু তাকাহাশি বলেছেন, ‘ইঁদুরগুলোকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাদের মধ্যে সংগীত শোনার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তার পরেও তারা সহজাতভাবেই ১২০ থেকে ১৪০ বিট বাজানোর সময় প্রতিক্রিয়া দেখিয়েছে।’
হিরোকাজু তাকাহাশি আরও বলেছেন, ‘প্রাণীর মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এই গবেষণা কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’
গানের ছন্দে মাথা দোলানো এত দিন মানুষের সহজাত প্রবণতা হিসেবেই মনে করা হতো। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ইঁদুরও লেডি গাগা কিংবা মোজার্টের গানের সঙ্গে মানুষের মতো মাথা দোলাতে পারে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গবেষকেরা ১০টি ইঁদুরের সামনে লেডি গাগার বর্ন দিস ওয়ে, কুইন্স আদার ওয়ান বাইটস দ্য ডাস্ট, মোজার্টের সোনাটা ফর টু পিয়ানো ডি মেজর, মাইকেল জ্যাকসনের বিট ইট এবং মেরুন ফাইভের সুগার বাজানো হয়। বিস্ময়করভাবে দেখা গেছে, ইঁদুরেরা মাথা দোলাচ্ছে। তাদের মাথার নড়াচড়া পরিমাপ করার জন্য বেতার অ্যাক্সিলোমিটার লাগানো হয়েছিল।
স্কাই নিউজ এক প্রতিবেদনে বলেছে, যেসব গানে প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০ বিট রয়েছে, সেই সব গানের ক্ষেত্রে মানুষ সাধারণত প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে গবেষকেরা দেখেছেন, ইঁদুরেরা প্রতি মিনিটে ১৩২ বিট বাজানোর সময় মানুষের মতোই তাল মিলিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিরোকাজু তাকাহাশি বলেছেন, ‘ইঁদুরগুলোকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাদের মধ্যে সংগীত শোনার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তার পরেও তারা সহজাতভাবেই ১২০ থেকে ১৪০ বিট বাজানোর সময় প্রতিক্রিয়া দেখিয়েছে।’
হিরোকাজু তাকাহাশি আরও বলেছেন, ‘প্রাণীর মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এই গবেষণা কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’
চাঁদে মরিচা ধরছে। আর এর জন্য দায়ী আমাদের পৃথিবী। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তাঁদের গবেষণায় দেখা , পৃথিবী থেকে চাঁদের দিকে ছুটে যাওয়া অক্সিজেন কণার প্রভাবে চাঁদের খনিজ পদার্থ হেমাটাইটে (haematite) রূপান্তরিত হচ্ছে।
১৮ ঘণ্টা আগেঅর্ধশতাব্দীরও বেশি সময় (৫৩ বছর) পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা করতে চলেছে মানবজাতি। আগামী বছরের ফেব্রুয়ারিতে আর্টেমিস ২ নামের এই মিশনে চারজন নভোচারী চাঁদকে ঘিরে ১০ দিনের মিশনে অংশ নেবেন। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর পর এই প্রথম কোনো নভোচারী পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে পা রাখবেন।
২ দিন আগেপ্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীর বুকে ডাইনোসরদের রাজত্বের অবসান হয় এক ভয়ংকর গ্রহাণু আছড়ে পড়ার মাধ্যমে। প্রায় ১২ কিলোমিটার প্রস্থের একটি গ্রহাণু ঘণ্টায় প্রায় ৪৩ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীতে আঘাত হানে। এই সংঘর্ষের ফলে একের পর এক প্রাণঘাতী ঘটনা শুরু হয়। এটি শেষ পর্যন্ত পৃথিবীতে প্রায় ৭৫ শতাংশ প্রজ
৩ দিন আগেপ্রাচীন মিসরীয়রা তাদের পিরামিডগুলোকে সুরক্ষিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল। তবে অনেকেই মনে করেন বহিরাগতদের ঠেকাতে তারা পিরামিডের ভেতর ফাঁদ তৈরি করে রাখতেন। এই তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স।
৪ দিন আগে