ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
৭ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে