ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
৯ ঘণ্টা আগেমানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
১ দিন আগেদুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে উদ্ধার হওয়া মঙ্গল গ্রহের বিরল উল্কাপিণ্ডটি গত মাসে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। এই উল্কাপিণ্ডটি বিক্রি হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারেরও বেশি দামে। ২৪ কেজি বেশি ওজনের পাথরটি সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। তবে পাথরটি বেআইনিভাবে পাচার করা হতে পারে বলে দাবি কর
১ দিন আগেনতুন এক বৈপ্লবিক তত্ত্ব দিয়ে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন একদল পদার্থবিদ। তাঁদের দাবি, মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর থেকেই সৃষ্টি হয়েছে।
২ দিন আগে