সমাজে ‘আত্মপ্রেম’ বা ‘নার্সিসিজমে’ নিমগ্ন মানুষের সংখ্যা কম নয়। এ ধরনের মানুষেরা নিজের চিন্তা, রুচি এবং কাজকে সবার চেয়ে সেরা বলে মনে করেন। নিজের চেহারা কিংবা শক্তিমত্তা নিয়েও অনেকের গর্বের সীমা নেই। কিন্তু নতুন একটি গবেষণা বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন ব্যক্তিত্বের মানুষদের আত্মপ্রেম কমতে থাকে। ধীরে ধীরে তাঁরা অন্যের প্রতি সহানুভূতিশীল এবং উদার হতে শুরু করেন।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ হাজারেরও বেশি মানুষের ওপর গবেষণা করে আত্মপ্রেমের বিষয়ে মতামত দিয়েছেন গবেষকেরা। তাঁরা এটাও বলেছেন, বয়সের সঙ্গে আত্মপ্রেম দুর্বল হতে থাকলেও তা একেবারে নিঃশেষ কখনোই হয় না। এমনকি শিশুরাও আত্মপ্রেমী হয় এবং তাদের ক্ষেত্রেও বড়দের প্রবণতা দেখা যায়।
গবেষণা থেকে পাওয়া ৫১টি তথ্য বিশ্লেষণ করে অন্তত তিন ধরনের আত্মপ্রেমের বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন গবেষকেরা। সম্প্রতি তাঁদের সমীক্ষাটি ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ জার্নালে প্রকাশিত হয়। ৮ বছরের শিশু থেকে শুরু করে ৭৭ বছরের বৃদ্ধরাও তাঁদের সমীক্ষায় অংশ নিয়েছিলেন।
গবেষকদের চিহ্নিত করা তিন ধরনের আত্মপ্রেমের একটি হলো—এজেন্টিক নার্সিসিস্ট। এ ধরনের মানুষেরা সাধারণত অন্যের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে চায়। দ্বিতীয় ধরনটি হলো—অ্যান্টাগোনিস্টিক নার্সিসিস্ট বা শত্রুভাবাপন্ন আত্মপ্রেমী। এ ধরনের মানুষেরা অন্যদের প্রতি কিছুটা শত্রুভাবাপন্ন হন এবং তাঁরা অন্যকে শোষণ করতে চান। তাঁদের মধ্যে সহানুভূতি খুব কম থাকে।
আত্মপ্রেমের তৃতীয় ধরনটি হলো—নিউরোটিক নার্সিসিস্ট। এ ধরনের মানুষেরা সাধারণত সমালোচনার প্রতি সংবেদনশীল হন। কেউ তাঁর সমালোচনা করলে বিষয়টিকে তিনি কখনো কখনো নেতিবাচকভাবে গ্রহণ করেন।
এ বিষয়ে বার্ন ইউনিভার্সিটির প্রধান গবেষক ড. উলরিচ মত দিয়েছেন, তিন ধরনের ব্যক্তিত্বের ক্ষেত্রেই সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভূত হতে পারে। তবে বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে বদলে যাবে এমনটি কখনোই সম্ভব নয়।
উলরিচ মনে করেন, আত্মপ্রেমের বৈশিষ্ট্যগুলোর জন্য কখনো কখনো সুবিধা পাওয়া গেলেও এটি আসলে স্বল্প সময়ের জন্য হয়। আত্মপ্রেম সমাজে উচ্চ অবস্থান কিংবা কর্মজীবনে সুবিধা আদায়ে কিছু ক্ষেত্রে কার্যকর হলেও এটি প্রায় সময়ই নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায়।
সমাজে ‘আত্মপ্রেম’ বা ‘নার্সিসিজমে’ নিমগ্ন মানুষের সংখ্যা কম নয়। এ ধরনের মানুষেরা নিজের চিন্তা, রুচি এবং কাজকে সবার চেয়ে সেরা বলে মনে করেন। নিজের চেহারা কিংবা শক্তিমত্তা নিয়েও অনেকের গর্বের সীমা নেই। কিন্তু নতুন একটি গবেষণা বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন ব্যক্তিত্বের মানুষদের আত্মপ্রেম কমতে থাকে। ধীরে ধীরে তাঁরা অন্যের প্রতি সহানুভূতিশীল এবং উদার হতে শুরু করেন।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ হাজারেরও বেশি মানুষের ওপর গবেষণা করে আত্মপ্রেমের বিষয়ে মতামত দিয়েছেন গবেষকেরা। তাঁরা এটাও বলেছেন, বয়সের সঙ্গে আত্মপ্রেম দুর্বল হতে থাকলেও তা একেবারে নিঃশেষ কখনোই হয় না। এমনকি শিশুরাও আত্মপ্রেমী হয় এবং তাদের ক্ষেত্রেও বড়দের প্রবণতা দেখা যায়।
গবেষণা থেকে পাওয়া ৫১টি তথ্য বিশ্লেষণ করে অন্তত তিন ধরনের আত্মপ্রেমের বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন গবেষকেরা। সম্প্রতি তাঁদের সমীক্ষাটি ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ জার্নালে প্রকাশিত হয়। ৮ বছরের শিশু থেকে শুরু করে ৭৭ বছরের বৃদ্ধরাও তাঁদের সমীক্ষায় অংশ নিয়েছিলেন।
গবেষকদের চিহ্নিত করা তিন ধরনের আত্মপ্রেমের একটি হলো—এজেন্টিক নার্সিসিস্ট। এ ধরনের মানুষেরা সাধারণত অন্যের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে চায়। দ্বিতীয় ধরনটি হলো—অ্যান্টাগোনিস্টিক নার্সিসিস্ট বা শত্রুভাবাপন্ন আত্মপ্রেমী। এ ধরনের মানুষেরা অন্যদের প্রতি কিছুটা শত্রুভাবাপন্ন হন এবং তাঁরা অন্যকে শোষণ করতে চান। তাঁদের মধ্যে সহানুভূতি খুব কম থাকে।
আত্মপ্রেমের তৃতীয় ধরনটি হলো—নিউরোটিক নার্সিসিস্ট। এ ধরনের মানুষেরা সাধারণত সমালোচনার প্রতি সংবেদনশীল হন। কেউ তাঁর সমালোচনা করলে বিষয়টিকে তিনি কখনো কখনো নেতিবাচকভাবে গ্রহণ করেন।
এ বিষয়ে বার্ন ইউনিভার্সিটির প্রধান গবেষক ড. উলরিচ মত দিয়েছেন, তিন ধরনের ব্যক্তিত্বের ক্ষেত্রেই সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভূত হতে পারে। তবে বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে বদলে যাবে এমনটি কখনোই সম্ভব নয়।
উলরিচ মনে করেন, আত্মপ্রেমের বৈশিষ্ট্যগুলোর জন্য কখনো কখনো সুবিধা পাওয়া গেলেও এটি আসলে স্বল্প সময়ের জন্য হয়। আত্মপ্রেম সমাজে উচ্চ অবস্থান কিংবা কর্মজীবনে সুবিধা আদায়ে কিছু ক্ষেত্রে কার্যকর হলেও এটি প্রায় সময়ই নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায়।
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
৩ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে