আজকের পত্রিকা ডেস্ক
নতুন এক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর সময় মস্তিষ্কে আশ্চর্যজনক শক্তি বৃদ্ধি ঘটে। বিজ্ঞানীরা মত দিয়েছেন, এই শক্তি বৃদ্ধি আত্মার দেহ ত্যাগ করার ইঙ্গিত হতে পারে।
গবেষকেরা বলছেন, মৃত্যুর পরও মস্তিষ্ক কিছু সময় সক্রিয় থাকতে পারে। ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, মৃত্যুপথযাত্রী রোগীদের মস্তিষ্কে গামা তরঙ্গ সক্রিয় থাকে। এটি সাধারণত চেতনা ও মানসিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই আবিষ্কার মৃত্যু-পরবর্তী চেতনা ও পরলোক বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিওলজি ও মনোবিজ্ঞানের অধ্যাপক ড. স্টুয়ার্ট হ্যামেরফ দ্য ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্লিনিক্যালি মৃত রোগীর মস্তিষ্কে যে শক্তির বিস্ফোরণ দেখা যায়, তা আত্মার দেহত্যাগের লক্ষণ হতে পারে।’
প্রজেক্ট ইউনিটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট ব্যাখ্যা করেন, ‘রোগীর রক্তচাপ ও হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও ইউজি-তে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এটি হয়তো মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার একটি দৃষ্টান্ত হতে পারে, অথবা এটি আত্মার দেহত্যাগের মুহূর্তও নির্দেশ করতে পারে।’
একটি গবেষণায় মৃত্যুপথযাত্রী চারজন রোগীর মস্তিষ্ক পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। তাঁরা বলেন, ‘আমরা মৃত্যুপথযাত্রী চারজন রোগীর ইইজি বিশ্লেষণ করেছি, যেখানে দেখা গেছে—ভেন্টিলেটর সরানোর পর অক্সিজেনের অভাব (হাইপোক্সিয়া) মস্তিষ্কের গামা তরঙ্গকে উল্লেখযোগ্যভাবে সক্রিয় করেছে।’
এই গবেষণাটি মৃত্যু ও পরলোকের রহস্য উন্মোচনে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।
নতুন এক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর সময় মস্তিষ্কে আশ্চর্যজনক শক্তি বৃদ্ধি ঘটে। বিজ্ঞানীরা মত দিয়েছেন, এই শক্তি বৃদ্ধি আত্মার দেহ ত্যাগ করার ইঙ্গিত হতে পারে।
গবেষকেরা বলছেন, মৃত্যুর পরও মস্তিষ্ক কিছু সময় সক্রিয় থাকতে পারে। ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, মৃত্যুপথযাত্রী রোগীদের মস্তিষ্কে গামা তরঙ্গ সক্রিয় থাকে। এটি সাধারণত চেতনা ও মানসিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই আবিষ্কার মৃত্যু-পরবর্তী চেতনা ও পরলোক বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিওলজি ও মনোবিজ্ঞানের অধ্যাপক ড. স্টুয়ার্ট হ্যামেরফ দ্য ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্লিনিক্যালি মৃত রোগীর মস্তিষ্কে যে শক্তির বিস্ফোরণ দেখা যায়, তা আত্মার দেহত্যাগের লক্ষণ হতে পারে।’
প্রজেক্ট ইউনিটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট ব্যাখ্যা করেন, ‘রোগীর রক্তচাপ ও হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও ইউজি-তে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এটি হয়তো মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার একটি দৃষ্টান্ত হতে পারে, অথবা এটি আত্মার দেহত্যাগের মুহূর্তও নির্দেশ করতে পারে।’
একটি গবেষণায় মৃত্যুপথযাত্রী চারজন রোগীর মস্তিষ্ক পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। তাঁরা বলেন, ‘আমরা মৃত্যুপথযাত্রী চারজন রোগীর ইইজি বিশ্লেষণ করেছি, যেখানে দেখা গেছে—ভেন্টিলেটর সরানোর পর অক্সিজেনের অভাব (হাইপোক্সিয়া) মস্তিষ্কের গামা তরঙ্গকে উল্লেখযোগ্যভাবে সক্রিয় করেছে।’
এই গবেষণাটি মৃত্যু ও পরলোকের রহস্য উন্মোচনে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।
প্লাস্টিক বর্জ্যকে নতুনভাবে ব্যবহার করার এক বিস্ময়কর উপায় সম্প্রতি আলোচনায় এসেছে। বিজ্ঞানীরা ‘ইশেরিশিয়া কোলাই’ বা ‘ই. কোলি’ নামে একধরনের সাধারণ ব্যাকটেরিয়াকে জিনগত পরিবর্তন করে এমনভাবে তৈরি করেছেন, যাতে এটি প্লাস্টিকজাত অণু খেয়ে তা হজম করে ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল উৎপাদন করতে পারে।
৬ ঘণ্টা আগেবহু প্রাচীনকাল থেকেই গল্পকার, কবি, জ্যোতির্বিদ ও মহাকাশচারীদের অভিভূত করে আসছে চাঁদ। আর ভবিষ্যতে খনিজ শিল্পেরও প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে পৃথিবীর এই একমাত্র উপগ্রহ। বিজ্ঞানীদের ধারণা, শত কোটি বছর ধরে অ্যাস্টেরয়েডের (গ্রহাণু) আঘাতে চাঁদের পৃষ্ঠে অনেক মূল্যবান ধাতু সঞ্চিত হয়েছে।
১৫ ঘণ্টা আগেচাঁদে মরিচা ধরছে। আর এর জন্য দায়ী আমাদের পৃথিবী। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তাঁদের গবেষণায় দেখা , পৃথিবী থেকে চাঁদের দিকে ছুটে যাওয়া অক্সিজেন কণার প্রভাবে চাঁদের খনিজ পদার্থ হেমাটাইটে (haematite) রূপান্তরিত হচ্ছে।
২ দিন আগেঅর্ধশতাব্দীরও বেশি সময় (৫৩ বছর) পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা করতে চলেছে মানবজাতি। আগামী বছরের ফেব্রুয়ারিতে আর্টেমিস ২ নামের এই মিশনে চারজন নভোচারী চাঁদকে ঘিরে ১০ দিনের মিশনে অংশ নেবেন। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর পর এই প্রথম কোনো নভোচারী পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে পা রাখবেন।
৩ দিন আগে