পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যেকোনো বিচারে মানুষের জন্য ক্ষতিকর। সম্প্রতি পানি থেকে মাইক্রোপ্লাস্টিকের কণা সরিয়ে নিতে বা খেয়ে ফেলতে পারে এমন একটি রোবট ফিশের নকশা করেছেন একদল গবেষক। সম্প্রতি ইউনিভার্সিটি অব সারে আয়োজিত এক প্রতিযোগিতায় এই নকশাটি উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সারে আয়োজিত ন্যাশনাল রোবোটিকস কনটেস্টে এই মাইক্রোপ্লাস্টিক খেকো রোবট মাছটি প্রথম পুরস্কার জেতে। রোবট মাছটির নকশা করেন বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের শিক্ষার্থী এলেনর ম্যাকিনটোশ। সাধারণত ৫ মিলিমিটারের চেয়ে কম ব্যাসের প্লাস্টিক কণাকে মাইক্রো প্লাস্টিক বলে বিবেচনা করা হয়। এই মাছটি প্রায় সব ধরনের মাইক্রোপ্লাস্টিক খেয়ে নিতে সক্ষম।
এই বিষয়ে প্রতিযোগিতার আয়োজক এবং ইউনিভার্সিটি অব সারের প্রভাষক ড. রবার্ট সিডল বলেছেন, ‘আমরা জানি না ভবিষ্যতে আমাদের জলীয় উৎসগুলোতে থাকা মাইক্রোপ্লাস্টিকগুলো কোথায় জমা করা হবে। তবে আমরা আশা করি, প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে এই রোবট মাছ ভবিষ্যতে সঠিক পথের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুব শিগগিরই রোবট মাছটির একটি নতুন আপডেট ভার্সন আসবে। যা মূল নকশার চেয়ে অনেক বেশি কার্যকরী এবং তা দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। সাধারণ একটি ইলিশ মাছের আকারের এই মাছটিতে সেনসরযুক্ত ফুলকা ব্যবহার করা হয়েছে যা সাঁতার কাটার সময় পানি ফিল্টারের কাজে ব্যবহৃত হয় এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করে।
বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট নিউঅ্যাটলাসের এক নিবন্ধে বলা হয়েছে, রোবট মাছটি লেজের সাহায্যে সাঁতার কাটে। মাছটির ভেতরে থাকা একটি গহ্বরে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ করা হয়। মাইক্রো প্লাস্টিক সংগ্রহ করার জন্য মাছটির মুখ সব সময় খোলা থাকে। গহ্বরটি মাইক্রো প্লাস্টিক ও পানিতে পূর্ণ হয়ে গেলে রোবট মাছটি মুখ বন্ধ করে দেয়। পানি পূর্ণ হয়ে গেলে মাছটি গহ্বরের নিচে থাকা একটি ঢাকনা খুলে দিয়ে সূক্ষ্ম জাল দিয়ে মাইক্রোপ্লাস্টিক আটকে রেখে পানি বের করে দেয়।
পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যেকোনো বিচারে মানুষের জন্য ক্ষতিকর। সম্প্রতি পানি থেকে মাইক্রোপ্লাস্টিকের কণা সরিয়ে নিতে বা খেয়ে ফেলতে পারে এমন একটি রোবট ফিশের নকশা করেছেন একদল গবেষক। সম্প্রতি ইউনিভার্সিটি অব সারে আয়োজিত এক প্রতিযোগিতায় এই নকশাটি উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সারে আয়োজিত ন্যাশনাল রোবোটিকস কনটেস্টে এই মাইক্রোপ্লাস্টিক খেকো রোবট মাছটি প্রথম পুরস্কার জেতে। রোবট মাছটির নকশা করেন বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের শিক্ষার্থী এলেনর ম্যাকিনটোশ। সাধারণত ৫ মিলিমিটারের চেয়ে কম ব্যাসের প্লাস্টিক কণাকে মাইক্রো প্লাস্টিক বলে বিবেচনা করা হয়। এই মাছটি প্রায় সব ধরনের মাইক্রোপ্লাস্টিক খেয়ে নিতে সক্ষম।
এই বিষয়ে প্রতিযোগিতার আয়োজক এবং ইউনিভার্সিটি অব সারের প্রভাষক ড. রবার্ট সিডল বলেছেন, ‘আমরা জানি না ভবিষ্যতে আমাদের জলীয় উৎসগুলোতে থাকা মাইক্রোপ্লাস্টিকগুলো কোথায় জমা করা হবে। তবে আমরা আশা করি, প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে এই রোবট মাছ ভবিষ্যতে সঠিক পথের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুব শিগগিরই রোবট মাছটির একটি নতুন আপডেট ভার্সন আসবে। যা মূল নকশার চেয়ে অনেক বেশি কার্যকরী এবং তা দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। সাধারণ একটি ইলিশ মাছের আকারের এই মাছটিতে সেনসরযুক্ত ফুলকা ব্যবহার করা হয়েছে যা সাঁতার কাটার সময় পানি ফিল্টারের কাজে ব্যবহৃত হয় এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করে।
বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট নিউঅ্যাটলাসের এক নিবন্ধে বলা হয়েছে, রোবট মাছটি লেজের সাহায্যে সাঁতার কাটে। মাছটির ভেতরে থাকা একটি গহ্বরে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ করা হয়। মাইক্রো প্লাস্টিক সংগ্রহ করার জন্য মাছটির মুখ সব সময় খোলা থাকে। গহ্বরটি মাইক্রো প্লাস্টিক ও পানিতে পূর্ণ হয়ে গেলে রোবট মাছটি মুখ বন্ধ করে দেয়। পানি পূর্ণ হয়ে গেলে মাছটি গহ্বরের নিচে থাকা একটি ঢাকনা খুলে দিয়ে সূক্ষ্ম জাল দিয়ে মাইক্রোপ্লাস্টিক আটকে রেখে পানি বের করে দেয়।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর আছড়ে পড়া এক উল্কাপিণ্ডকে পৃথিবীর থেকেও প্রাচীন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক গবেষণায় উঠে এসেছে, এই উল্কাপিণ্ডের বয়স ৪৫৬ কোটি বছর—যা পৃথিবীর বর্তমান আনুমানিক বয়স ৪৫৪ কোটি বছরের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
১৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
১ দিন আগেমানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
২ দিন আগেদুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে উদ্ধার হওয়া মঙ্গল গ্রহের বিরল উল্কাপিণ্ডটি গত মাসে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। এই উল্কাপিণ্ডটি বিক্রি হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারেরও বেশি দামে। ২৪ কেজি বেশি ওজনের পাথরটি সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। তবে পাথরটি বেআইনিভাবে পাচার করা হতে পারে বলে দাবি কর
৩ দিন আগে