চোখের ভ্রু বিভিন্ন আকার, আকৃতি ও রঙের হয়ে থাকে। চেহারার সৌন্দর্যবর্ধনই কিন্তু ভ্রুর একমাত্র কাজ নয়। চোখের সুরক্ষায় ভ্রুর রয়েছে বহুমাত্রিক কাজ।
অন্যান্য ইন্দ্রিয়ের তুলনায় মানুষ চোখের ওপর বেশি নির্ভরশীল। ভ্রু বৃষ্টির পানি ও ঘাম থেকে চোখকে সুরক্ষা দেয়। এটি না থাকলে চোখে পানি ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে যেত। কিছু ক্ষেত্রে ভ্রু ধুলাবালু ও সূর্যের তীব্র রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। তাই বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মানুষ দেহের বেশির ভাগ লোম হারালেও চোখের পাপড়ি ও ভ্রু রয়ে গেছে।
কমিউনিকেশন বা ভাব প্রকাশেও ভ্রুর ভূমিকা রয়েছে। মুখের অভিব্যক্তি মানুষের মনের আবেগ ও অনুভূতি প্রকাশ করে। আর অভিব্যক্তিকে অতিরঞ্জিত করে ভ্রু। মানুষের আনন্দ, দুঃখ ও বিস্ময়ের মতো বিষয়গুলো ভ্রুর নড়াচড়া দেখে বোঝা যায়। অনেক সময় কোনো শব্দ ব্যবহার না করেও ভ্রু নাচিয়ে অনেক কিছু বলে দেওয়া যায়। কার্টুন চরিত্রেও চোখের ওপরে বিভিন্ন ধরনের ভ্রু আঁকার মাধ্যমে রাগ, ক্ষোভ ও অভিভূত হওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করা যায়।
বিভিন্ন গবেষণায় দেখা যায়, চোখের চেয়ে ভ্রু দেখে মানুষ পরিচিত ব্যক্তিকে সহজে চিনতে পারে।
অনেক সময় বয়স বৃদ্ধি, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে ভ্রু ঝরে যেতে পারে।
চোখের ভ্রু বিভিন্ন আকার, আকৃতি ও রঙের হয়ে থাকে। চেহারার সৌন্দর্যবর্ধনই কিন্তু ভ্রুর একমাত্র কাজ নয়। চোখের সুরক্ষায় ভ্রুর রয়েছে বহুমাত্রিক কাজ।
অন্যান্য ইন্দ্রিয়ের তুলনায় মানুষ চোখের ওপর বেশি নির্ভরশীল। ভ্রু বৃষ্টির পানি ও ঘাম থেকে চোখকে সুরক্ষা দেয়। এটি না থাকলে চোখে পানি ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে যেত। কিছু ক্ষেত্রে ভ্রু ধুলাবালু ও সূর্যের তীব্র রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। তাই বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মানুষ দেহের বেশির ভাগ লোম হারালেও চোখের পাপড়ি ও ভ্রু রয়ে গেছে।
কমিউনিকেশন বা ভাব প্রকাশেও ভ্রুর ভূমিকা রয়েছে। মুখের অভিব্যক্তি মানুষের মনের আবেগ ও অনুভূতি প্রকাশ করে। আর অভিব্যক্তিকে অতিরঞ্জিত করে ভ্রু। মানুষের আনন্দ, দুঃখ ও বিস্ময়ের মতো বিষয়গুলো ভ্রুর নড়াচড়া দেখে বোঝা যায়। অনেক সময় কোনো শব্দ ব্যবহার না করেও ভ্রু নাচিয়ে অনেক কিছু বলে দেওয়া যায়। কার্টুন চরিত্রেও চোখের ওপরে বিভিন্ন ধরনের ভ্রু আঁকার মাধ্যমে রাগ, ক্ষোভ ও অভিভূত হওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করা যায়।
বিভিন্ন গবেষণায় দেখা যায়, চোখের চেয়ে ভ্রু দেখে মানুষ পরিচিত ব্যক্তিকে সহজে চিনতে পারে।
অনেক সময় বয়স বৃদ্ধি, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে ভ্রু ঝরে যেতে পারে।
আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
৯ ঘণ্টা আগেমানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
১ দিন আগেদুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে উদ্ধার হওয়া মঙ্গল গ্রহের বিরল উল্কাপিণ্ডটি গত মাসে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। এই উল্কাপিণ্ডটি বিক্রি হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারেরও বেশি দামে। ২৪ কেজি বেশি ওজনের পাথরটি সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। তবে পাথরটি বেআইনিভাবে পাচার করা হতে পারে বলে দাবি কর
১ দিন আগেনতুন এক বৈপ্লবিক তত্ত্ব দিয়ে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন একদল পদার্থবিদ। তাঁদের দাবি, মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর থেকেই সৃষ্টি হয়েছে।
২ দিন আগে