আশেপাশের কাউকে হাই তুলতে দেখে নিজেও হাই তোলার বিষয়টি এক স্বাভাবিক ঘটনা। কাউকে অনুকরণ করে হাই তোলা হয় না। এটি মানুষের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এমনকি হাই তোলার কথা মনে পড়লেও অবচেতন মনে মানুষ হাই তোলে। বিজ্ঞানীরা এর সুনির্দিষ্ট কারণ এখনও বের করতে পারেনি। বিষয়টি নিয়ে নানা মত ও তত্ত্ব আছে।
প্রাচীনকাল থেকেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করে; একইসঙ্গে কাজ করতে পছন্দ করে। কারও ঘুম পেলে আরেকজনেরও ঘুম ঘুম বোধ হয়। এর ফলে পুরো দলের সদস্যদের রুটিনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়। এজন্য আরেকজনের হাই তোলা দেখে মানুষ নিজেও অবচেতনভাবে হাই তোলে।
আরেকটি তত্ত্ব বলছে, দলের মধ্যে সতর্ক অবস্থান তৈরির করার ক্ষেত্রে হাই তোলা সাহায্য করে। অন্যদের বিপদ সম্পর্কে সচেতন করার জন্যও হাই তোলা ব্যবহার করা হতো।
বিভিন্ন গবেষণায় হাই তোলা ও সহানুভূতির মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অর্থ্যাৎ, হাই তোলার মাধ্যমে আরেকজনের আবেগ বোঝা এবং ভাগ করার ক্ষমতা প্রকাশ করে।
২০২০ সালের আরেক গবেষণায় দেখা যায়, বন্ধু ও পরিবারের মধ্যে হাই তোলার সংক্রমণ বেশি হয়। সম্পর্ক যত গভীর হয় আরেকজনকে দেখে হাই তোলার সম্ভাবনাও বেশি হয়।
মানুষ ছাড়া শিম্পাঞ্জি ও কুকুরের মধ্যেও হাই তোলার বিষয়টি দেখা যায়। গবেষণায় দেখা যায়, এক শিম্পাঞ্জির হাই তোলার ভিডিও করে অন্য এক দল শিম্পাঞ্জিকে দেখানো হলে তারাও হাই তোলা শুরু করে। একে গবেষকেরা ‘মিররিং বিহেভিয়ার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
আশেপাশের কাউকে হাই তুলতে দেখে নিজেও হাই তোলার বিষয়টি এক স্বাভাবিক ঘটনা। কাউকে অনুকরণ করে হাই তোলা হয় না। এটি মানুষের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এমনকি হাই তোলার কথা মনে পড়লেও অবচেতন মনে মানুষ হাই তোলে। বিজ্ঞানীরা এর সুনির্দিষ্ট কারণ এখনও বের করতে পারেনি। বিষয়টি নিয়ে নানা মত ও তত্ত্ব আছে।
প্রাচীনকাল থেকেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করে; একইসঙ্গে কাজ করতে পছন্দ করে। কারও ঘুম পেলে আরেকজনেরও ঘুম ঘুম বোধ হয়। এর ফলে পুরো দলের সদস্যদের রুটিনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়। এজন্য আরেকজনের হাই তোলা দেখে মানুষ নিজেও অবচেতনভাবে হাই তোলে।
আরেকটি তত্ত্ব বলছে, দলের মধ্যে সতর্ক অবস্থান তৈরির করার ক্ষেত্রে হাই তোলা সাহায্য করে। অন্যদের বিপদ সম্পর্কে সচেতন করার জন্যও হাই তোলা ব্যবহার করা হতো।
বিভিন্ন গবেষণায় হাই তোলা ও সহানুভূতির মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অর্থ্যাৎ, হাই তোলার মাধ্যমে আরেকজনের আবেগ বোঝা এবং ভাগ করার ক্ষমতা প্রকাশ করে।
২০২০ সালের আরেক গবেষণায় দেখা যায়, বন্ধু ও পরিবারের মধ্যে হাই তোলার সংক্রমণ বেশি হয়। সম্পর্ক যত গভীর হয় আরেকজনকে দেখে হাই তোলার সম্ভাবনাও বেশি হয়।
মানুষ ছাড়া শিম্পাঞ্জি ও কুকুরের মধ্যেও হাই তোলার বিষয়টি দেখা যায়। গবেষণায় দেখা যায়, এক শিম্পাঞ্জির হাই তোলার ভিডিও করে অন্য এক দল শিম্পাঞ্জিকে দেখানো হলে তারাও হাই তোলা শুরু করে। একে গবেষকেরা ‘মিররিং বিহেভিয়ার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
১১ ঘণ্টা আগেমানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
১ দিন আগেদুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে উদ্ধার হওয়া মঙ্গল গ্রহের বিরল উল্কাপিণ্ডটি গত মাসে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। এই উল্কাপিণ্ডটি বিক্রি হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারেরও বেশি দামে। ২৪ কেজি বেশি ওজনের পাথরটি সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। তবে পাথরটি বেআইনিভাবে পাচার করা হতে পারে বলে দাবি কর
২ দিন আগেনতুন এক বৈপ্লবিক তত্ত্ব দিয়ে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন একদল পদার্থবিদ। তাঁদের দাবি, মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর থেকেই সৃষ্টি হয়েছে।
২ দিন আগে