ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।
মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান।
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।
প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।
এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।
মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান।
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।
প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।
এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
৪ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে