ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।
মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান।
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।
প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।
এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।
মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান।
চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।
প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।
এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১২ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে