মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।
মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।
মানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
৩১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর আছড়ে পড়া এক উল্কাপিণ্ডকে পৃথিবীর থেকেও প্রাচীন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক গবেষণায় উঠে এসেছে, এই উল্কাপিণ্ডের বয়স ৪৫৬ কোটি বছর—যা পৃথিবীর বর্তমান আনুমানিক বয়স ৪৫৪ কোটি বছরের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
১ দিন আগেআন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
২ দিন আগেমানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
৩ দিন আগে