এএফপি, ওয়াশিংটন
কানাডার জীববিজ্ঞানী কেলি হ্যাস্টন ছোটবেলায় কখনো কল্পনা করেননি, একদিন মঙ্গলে বসবাস করবেন। কিন্তু সেই তাঁকেই এবার এক বছরের জন্য থাকতে হবে লাল এ গ্রহের পরিবেশে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোস্টনে কৃত্রিমভাবে বানানো হয়েছে মঙ্গলের মতো পরিবেশ। জুন থেকে টানা এক বছর সেখানে থাকবেন চারজন। তাঁদের মধ্যে ৫২ বছর বয়সী নারী কেলি একজন।
‘আমরা এখন থেকে মনে করব মঙ্গলে আছি। এখনো আমার কাছে মনে হচ্ছে, এটি বাস্তব নয়।’ হেসে হেসে এ কথাই বলেন কেলি।
মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ তৈরি করেছে নাসা। অনেক সময় নিয়ে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। এখানে রাখা হবে একাকী এবং বদ্ধ এক পরিবেশে। এর অন্যতম কারণ মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশটা আপাতভাবে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা হবে আরও বেশি কঠিন। এই চারজনকে দেওয়া হবে না কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি পানিও থাকবে খুব কম। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। কেলি হ্যাস্টন বলেন, তাঁদের জন্য রাখা হয়েছে আরও অজানা কিছু।
এ পরিবেশের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা’। এর জন্য ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা বানানো হয়েছে থ্রিডি আকারে। থাকবে বেডরুম, জিম, খালি জায়গা ও খাদ্য উৎপাদনের জন্য জমি। গত বছর জায়গাটি দেখে গেছেন কেলি। তখনো তাঁকে বেছে নেওয়া হয়নি। কেলি বলেন, এর ভেতরে যখন যাবেন, তখন অদ্ভুত এক অনুভূতি হবে আপনার। মহাকাশে হাঁটার মতো করে এখানে হাঁটতে হবে। লাল মাটি বানানো হয়েছে এখানে।
কানাডার জীববিজ্ঞানী কেলি হ্যাস্টন ছোটবেলায় কখনো কল্পনা করেননি, একদিন মঙ্গলে বসবাস করবেন। কিন্তু সেই তাঁকেই এবার এক বছরের জন্য থাকতে হবে লাল এ গ্রহের পরিবেশে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোস্টনে কৃত্রিমভাবে বানানো হয়েছে মঙ্গলের মতো পরিবেশ। জুন থেকে টানা এক বছর সেখানে থাকবেন চারজন। তাঁদের মধ্যে ৫২ বছর বয়সী নারী কেলি একজন।
‘আমরা এখন থেকে মনে করব মঙ্গলে আছি। এখনো আমার কাছে মনে হচ্ছে, এটি বাস্তব নয়।’ হেসে হেসে এ কথাই বলেন কেলি।
মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ তৈরি করেছে নাসা। অনেক সময় নিয়ে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। এখানে রাখা হবে একাকী এবং বদ্ধ এক পরিবেশে। এর অন্যতম কারণ মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশটা আপাতভাবে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা হবে আরও বেশি কঠিন। এই চারজনকে দেওয়া হবে না কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি পানিও থাকবে খুব কম। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। কেলি হ্যাস্টন বলেন, তাঁদের জন্য রাখা হয়েছে আরও অজানা কিছু।
এ পরিবেশের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা’। এর জন্য ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা বানানো হয়েছে থ্রিডি আকারে। থাকবে বেডরুম, জিম, খালি জায়গা ও খাদ্য উৎপাদনের জন্য জমি। গত বছর জায়গাটি দেখে গেছেন কেলি। তখনো তাঁকে বেছে নেওয়া হয়নি। কেলি বলেন, এর ভেতরে যখন যাবেন, তখন অদ্ভুত এক অনুভূতি হবে আপনার। মহাকাশে হাঁটার মতো করে এখানে হাঁটতে হবে। লাল মাটি বানানো হয়েছে এখানে।
প্রাগৈতিহাসিক যুগের এক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন গবেষকেরা। নিয়ায়াঙ্গা (Nyayanga) নামের এক পুরাতাত্ত্বিক স্থান থেকে উদ্ধার হওয়া ৪০১টি প্রাচীন পাথরের হাতিয়ার বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, ৩০ লাখ থেকে ২৬ লাখ বছর আগেই পরিকল্পনা করে পাথর বহন করত প্রাচীন মানব আত্মীয়রা বা প্রাইমেটরা। কারণ, এসব হাতিয়ারের
৩ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর আছড়ে পড়া এক উল্কাপিণ্ডকে পৃথিবীর থেকেও প্রাচীন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক গবেষণায় উঠে এসেছে, এই উল্কাপিণ্ডের বয়স ৪৫৬ কোটি বছর—যা পৃথিবীর বর্তমান আনুমানিক বয়স ৪৫৪ কোটি বছরের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
২ দিন আগেআন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
৩ দিন আগে