Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো শর্ত মানব কিন্তু সংবিধান পরিবর্তন নয়: আমু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৮: ৪৭
সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো শর্ত মানব কিন্তু সংবিধান পরিবর্তন নয়: আমু 

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি—বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে ৷ সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক, আমরা মানব ৷ কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।’

আজ সোমবার ইস্কাটনে নিজ বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে এ কথা বলেন আমির হোসেন আমুর।

অন্যদিকে এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘তারা আলোচনায় বিশ্বাসই করে না। সরকার উৎখাতের কথা বলে। তাদের সঙ্গে কিসের সংলাপ? যারা রাজনৈতিক ধারা, সংবিধানের ধারায় বিশ্বাস করে না, তাদের সঙ্গে কী কারণে বসব? সাংবিধানিক ধারা মোতাবেক দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।’

এ ছাড়া আমু বলেন, ‘আগামী ২ তারিখ থেকে আমরা (১৪ দল) মাঠে নামব ৷ ৭ দিনের কর্মসূচি আছে আমাদের। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।’ 

বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত