Ajker Patrika

কারচুপি এড়াতে রাতে নয়, ভোটের দিন সকালে ব্যালট পাঠাতে বলল জাপা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৪: ৪৪
কারচুপি এড়াতে রাতে নয়, ভোটের দিন সকালে ব্যালট পাঠাতে বলল জাপা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি এড়াতে রাতের বেলায় নয়, ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘রাতে ভোট কারচুপির শঙ্কা থাকে। তাই ব্যালট পেপার সকালে প্রিসাইডিং অফিসারের কাছে পৌঁছালে ভালো হয়। এতে শঙ্কা থাকে না।’

আজ রোববার দুপুরে ইসির সঙ্গে সংলাপ চলাকালে চুন্নু এ কথা বলেন।

ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘ইভিএমে আমাদের কোনো আস্থা নেই। ইভিএমে পাবলিক পারসেপশনও ভালো না। মেশিন তো মেশিনই। দেখা গেছে যার পক্ষে বেশি ভোট পড়তেছে, সেসময় মেশিন নষ্ট হয়ে গেছে। এ জন্য আমরা বলছি ভোটটা ম্যানুয়াল পদ্ধতি হোক।’ 
 
নির্বাচন সামনে রেখে জাপার অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-

  • নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীগণ নির্বাচন সংক্রান্ত কমিশনের কোনো নির্দেশ অমান্য করলে কমিশন সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আইন করতে হবে।
  • নির্বাচনী খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লাখ টাকা পরিবর্তন করে ৫০ লাখ টাকা করতে হবে।
  • ইউটিলিটিজ বিল, ক্রেডিট কার্ড-এর বিলের জন্য প্রার্থিতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল আছে তা বাতিল করতে হবে।
  • সরকারি কর্মচারীরা অবসরের যাওয়ার পরে সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না। 

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত