Ajker Patrika

কারাবন্দী হেফাজত নেতার মৃত্যু

প্রতিনিধি
কারাবন্দী হেফাজত নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কারাবন্দী মাওলানা ইকবাল হোসেন (৫০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটকের ঘটনায় সোনারগাঁও রয়্যাল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতার মামলার প্রধান আসামি ছিলেন মাওলানা ইকবাল। তাঁর বাবার নাম আবু সাঈদ। তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ছিলেন।

রফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানায় ৪টি মামলায় গ্রেপ্তার মাওলানা ইকবাল হোসেনকে গত ১১মে ঢাকা জেলখানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেনসহ ৪ জনকে জুরাইন এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১'র একটি দল। ইকবাল হোসেন গত ৩ এপ্রিল মামুনুল হক এক নারীসহ সোনারগাঁয়ের ‘রয়েল রিসোর্টে’ আটকের পর মসজিদের মাইকে উসকানিমূলক বক্তব্য প্রচার করে। পরে লোক জমায়েত করে রিসোর্টে হামলার নেতৃত্ব দেন।

হামলায় রয়েল রিসোর্ট ভাঙচুরসহ সোনারগাঁ এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ৬টি মামলা দায়ের করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত