Ajker Patrika

ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৫: ২০
ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে: রেজা কিবরিয়া

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু প্রথম আওয়ামী লীগই করেছিল। এর পক্ষে যুক্তি তারাই প্রথম দিয়েছিল। এ জন্য আন্দোলন-সংগ্রামও করেছে তারা। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছিল। কিন্তু যে সেতুর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু আওয়ামী লীগই পুড়িয়ে দিয়েছে।’

রেজা কিবরিয়া আরও বলেন, ‘তাই ক্ষমতায় যাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু পুনরুদ্ধারে আমাদের আবারও কাজ করতে হবে, আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক লাখ স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই এক লাখ গণস্বাক্ষর সংগ্রহ করতে পারব।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুখ হাসানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত