Ajker Patrika

ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৬: ০২
ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে 

ঢাকা: হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে তিন মামলায় আরও ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরে ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। গত ১২ এপ্রিল পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামি আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মামলার তদন্তে সহায়ক হবে। ২০১৩ সালের ৫ মে হেফাজত নেতৃবৃন্দের নির্দেশেই তাঁদের কর্মীরা তাণ্ডব চালিয়ে বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিন গেইটে জালাও পোড়াওসহ ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয় বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এই মামলায় তাকে কারাগাওে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে পল্টন থানায় আরও দুইটি নাশকতার মামলায় ও মতিঝিল থানায় দায়ের করা আরও একটি নাশকতার মামলায় ইসলামাবাদীকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। পরে প্রত্যেক মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় সাতদিন করে আজিজুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। একটির পর একটি মামলায় জিজ্ঞাসাবাদ চলবে বলে আদেশে বলা হয়।
আরও পড়ুন:
মামুনুল হক গ্রেপ্তার
সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল সাত দিনের রিমান্ডে
রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত