Ajker Patrika

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২৩: ৫৩
প্রধান উপদেষ্টার ভাষণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা
প্রধান উপদেষ্টার ভাষণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’

সাংবাদিকদের কাছে সালাহউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টার এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমানতা ছিল, তা আর রইল না। পুরো জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে।’

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বের কাছে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আশা করছি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিরাজমান অচলাবস্থার অবসান হবে বলেও প্রত্যাশা করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এর (প্রধান উপদেষ্টার ঘোষণা) মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। ব্যবসা-বাণিজ্যসহ কোনো বিষয়ে আর অনিশ্চয়তা থাকবে না। সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত