Ajker Patrika

রাউজানে আওয়ামী লীগ অপ্রতিদ্বন্দ্বী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৮: ২৯
রাউজানে আওয়ামী লীগ অপ্রতিদ্বন্দ্বী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ১৪ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ১৮২টি পদে ১৮২টি মনোনয়নপত্রই জমা পড়েছে। সবাই আওয়ামী লীগের। দলের কোনো বিদ্রোহী প্রার্থী কিংবা অন্য দল বা স্বতন্ত্র হিসেবে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, মোট ১২৬টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১২৬ জন এবং ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সব জায়গায় একটি পদে একজন প্রার্থী, সেহেতু নির্বাচনের প্রয়োজন হবে না। ৪ নভেম্বর যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইয়ে টিকে গেলে ১১ তারিখ পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রত্যাহার না করলে ১২ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন- হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন, পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে মো. বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার। এদের মধ্যে রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও বাবুল মিয়া নতুন মুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত