নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবন অবরোধ করে আন্দোলন চলছে। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও সেবা।
এ সময় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দেন।
এ প্রসঙ্গে ইশরাক একটি ফেসবুক পোস্টে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লিখলেন ফ্যাসিস্টদের বাদে অন্যদের অসম্মান করা থেকে বিরত থাকতে।
ইশরাক লেখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাঁদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাঁদের সতর্ক করি, তাঁদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’
এই বিএনপি নেতা আরও বলেন, ‘অনেক তো দেখে আসছি। আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করব। কিন্তু ভাষা ও ব্যবহার নিয়ে যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকেরা। একপর্যায়ে প্রধান ফটকের সামনে বানানো মঞ্চ থেকে দেওয়া স্লোগানের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।
বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবন অবরোধ করে আন্দোলন চলছে। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও সেবা।
এ সময় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দেন।
এ প্রসঙ্গে ইশরাক একটি ফেসবুক পোস্টে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লিখলেন ফ্যাসিস্টদের বাদে অন্যদের অসম্মান করা থেকে বিরত থাকতে।
ইশরাক লেখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাঁদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাঁদের সতর্ক করি, তাঁদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’
এই বিএনপি নেতা আরও বলেন, ‘অনেক তো দেখে আসছি। আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করব। কিন্তু ভাষা ও ব্যবহার নিয়ে যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকেরা। একপর্যায়ে প্রধান ফটকের সামনে বানানো মঞ্চ থেকে দেওয়া স্লোগানের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।
বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
৩ ঘণ্টা আগেমিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১ দিন আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১ দিন আগে