নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবন অবরোধ করে আন্দোলন চলছে। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও সেবা।
এ সময় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দেন।
এ প্রসঙ্গে ইশরাক একটি ফেসবুক পোস্টে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লিখলেন ফ্যাসিস্টদের বাদে অন্যদের অসম্মান করা থেকে বিরত থাকতে।
ইশরাক লেখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাঁদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাঁদের সতর্ক করি, তাঁদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’
এই বিএনপি নেতা আরও বলেন, ‘অনেক তো দেখে আসছি। আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করব। কিন্তু ভাষা ও ব্যবহার নিয়ে যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকেরা। একপর্যায়ে প্রধান ফটকের সামনে বানানো মঞ্চ থেকে দেওয়া স্লোগানের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।
বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবন অবরোধ করে আন্দোলন চলছে। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও সেবা।
এ সময় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দেন।
এ প্রসঙ্গে ইশরাক একটি ফেসবুক পোস্টে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লিখলেন ফ্যাসিস্টদের বাদে অন্যদের অসম্মান করা থেকে বিরত থাকতে।
ইশরাক লেখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাঁদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাঁদের সতর্ক করি, তাঁদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’
এই বিএনপি নেতা আরও বলেন, ‘অনেক তো দেখে আসছি। আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করব। কিন্তু ভাষা ও ব্যবহার নিয়ে যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকেরা। একপর্যায়ে প্রধান ফটকের সামনে বানানো মঞ্চ থেকে দেওয়া স্লোগানের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এখন চরমে। পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে। সর্বশেষ সংযোজন হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন—এমন খবর তোলপাড় তুলেছে। এই গুঞ্জন এমন এক সময়ে উঠল, যখন অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত উপদেষ্টাদের’ অপসারণের দাবিতে
৫ ঘণ্টা আগেদেশটাকে স্থিতিশীল হতে না দেওয়ার জন্য ভেতরে ভেতরে অনেক শক্তি সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
৮ ঘণ্টা আগেদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ পাঁচটি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আরও জোরালো করল বিএনপি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারসহ অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন ঠিক কখন, কীভাবে করতে চায়, তার রোডম্যাপ চেয়ে আসছে দলটি। এসব বিষয়ে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়ার কথা কয়েক মাস ধরে বলে আসছেন দলের...
১৩ ঘণ্টা আগে