Ajker Patrika

নির্দোষ কথোপকথনকে ঘুঁটি বানানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১৯
নির্দোষ কথোপকথনকে ঘুঁটি বানানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

একটি প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সঙ্গে নিজের কথোপকথন প্রকাশ করে নির্দোষ বিষয়কে ঘুঁটি বানানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে আজ রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘অবশ্যই এটার তদন্তের পদক্ষেপ নেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে, যারা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে, তারা এতই দেউলিয়া যে একটা ইনোসেন্ট (নির্দোষ) কনভারসেশনকে (কথোপকথন) তারা এখন তাদের ঘুঁটি বানানোর চেষ্টা করছে। এর মানে হচ্ছে তাদের কাছে কোনো হাতিয়ার নেই।’

কথোপকথনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি টেলিফোনে একজন উপদেষ্টার উত্তর দিচ্ছিলাম। তিনি একটা ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট ইনফো সরকার, প্রজেক্টটা তাঁর ব্রেইন চাইল্ড, সেটা নিয়ে আলাপ হয়েছে। এখন এই দেউলিয়া যারা, তারা এটা নিয়ে প্রচার করছে। আমার মনে হয় এটা তদন্ত করা হবে। এটাকে গুরুত্ব দেওয়াও আমার মনে হয় সঠিক হবে না।’

কয়েক দিন আগে আনিসুল হক ও সালমান এফ রহমানের কথোপকথন ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত