Ajker Patrika

বিরোধী দলেই সবার নজর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১: ০৫
বিরোধী দলেই সবার নজর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে ২৭টি রাজনৈতিক দল। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া ভোটের মাঠে অন্য দলগুলোর অবস্থান খুবই দুর্বল। ৫-১০টি আসনে জিতে আসার মতো দল নেই বললেই চলে। এই বাস্তবতায় আওয়ামী লীগ যদি বিজয়ী হয়, তাহলে সংসদে বিরোধী দলের আসনে কারা বসবে, এই চিন্তা করতে গেলে প্রথমেই আসে জাতীয় পার্টির কথা। কিন্তু সেই দলই ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে ভোটে গেল। কাজেই বিরোধী দল কারা হতে পারে, তা আন্দাজ করা কঠিন হয়ে পড়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ সম্ভবত ভিন্ন কৌশল নিয়েছে। এবার বিরোধী দল হিসেবে তারা অন্য কাউকে আনতে পারে। আবার স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হওয়ার পরে তাঁদের নিয়েও অন্য পরিকল্পনা থাকতে পারে।

জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগিকে নির্বাচনী কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। এটা আমাদের নির্বাচনী কৌশল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা রাজনৈতিকভাবে আলোচনা করেছি। আসন সমঝোতা করেছি।’

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে ভাবছে রাজনৈতিক মহলের কেউ কেউ। কিন্তু সেই জাতীয় পার্টি স্বস্তিতে নেই। তারা ক্ষমতাসীনদের কাছ থেকে ২৬টি আসনে ছাড় পেয়েছে। ওই সব আসন থেকে সরে দাঁড়িয়েছেন নৌকার প্রার্থীরা। কিন্তু ‘স্বতন্ত্র’ পরিচয়ে আসনগুলোতে ভোটের লড়াইয়ে রয়ে গেছেন সেই আওয়ামী লীগের নেতারাই। এই ‘স্বতন্ত্র’-বাধা পেরিয়ে শেষ পর্যন্ত কতটি আসনের ফল জাতীয় পার্টি ঘরে তুলতে পারবে, তা ভেবে শঙ্কায় রয়েছে তারা।

গত রোববার নানা নাটকীয়তার পর ২৬টি আসনে ছাড়ের নিশ্চয়তা নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এরপর স্বতন্ত্রদের নিয়ে আর কোনো সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে গতকাল সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় নিয়ে আর আলোচনা হয়নি। আমরা সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করব।’

আর জাপার এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২৬টি আসনে যে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, এটা তো ছাড় না। ওই সব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা আছেন। খুব স্বাভাবিকভাবেই এসব আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় প্রার্থী, তাঁরা স্বতন্ত্র হলেও তাঁদের পক্ষেই কাজ করবেন। একই সঙ্গে প্রশাসনের সহযোগিতাও তারাই পাবে। এমনটা হলে খুব বেশি হলে ২৬টির মধ্যে ১২-১৫টির বেশি আসনের বেশি জয় পাওয়ার সম্ভাবনা নেই জাতীয় পার্টির।’

এই অবস্থায় জাতীয় পার্টির বিরোধী দল হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে বড় মাত্রায়। এই ফাঁকে বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখতে পারে ‘কিংস পার্টি’খ্যাত দলগুলো।

কিংস পার্টি তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), কল্যাণ পার্টিসহ নির্বাচনে অংশ নেওয়া অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টির মতো অন্য দলগুলোর জন্য আসন ছাড়ও দিয়েছে তারা। ওই সব আসন থেকে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের সরিয়ে নেওয়া হলেও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কোনো পদক্ষেপ তারা নেয়নি; যে কারণে আসন ছাড়ের পরও বিজয় নিয়ে ওই আসনগুলোতে শঙ্কায় আছে কিংস পার্টিগুলো। এই অবস্থায় বিরোধীদের জায়গায় বসার কথা চিন্তা করা তাদের জন্যও কঠিন।

তবু স্বপ্ন দেখছে ২৩০ আসনে প্রার্থী দেওয়া তৃণমূল বিএনপি। দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ইতিমধ্যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। জনগণ একটি শক্তিশালী বিরোধী দল চায়। সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল বিএনপি সরকার গঠন করতে না পারলেও অন্তত বিরোধী দল হিসেবে সংসদে জায়গা করে নেবে।’ 
আরেক কিংস পার্টি বিএনএম আশা করছে, তারা ৬০ থেকে ৭০ আসনে জয় পাবে। সেটা সম্ভব হলে তারা অন্য দলের সঙ্গে মিলে ‘জোট সরকার’ গঠন করার স্বপ্নও দেখছে বলে জানান দলটির মহাসচিব মো. শাহাজাহান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার গঠন পর্যন্ত সম্ভব না হলে বিএনএম সংসদের প্রধান বিরোধী দল হবে বলে আশা করতে পারি।’

রাজনৈতিক বিশ্লেষকদর মতে, ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে ভিন্নমতের কেউ নেই। অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়ার কথাও জানা গেছে। আসন ছাড়ের বিষয়টিও প্রকাশ্যে এসেছে। এখন বিরোধী দল কে বা কারা হবে, সে নিয়ে একধরনের ‘নাটকীয়তা’ তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগের ইচ্ছার ওপর বিষয়টি নির্ভর করছে।

অধ্যাপক শামসুল আলম বলেন, পুরো বিষয়টি নির্ভর করছে ক্ষমতাসীনদের ইচ্ছার ওপর। সে ক্ষেত্রে বিরোধী দল হিসেবে সরকার জাতীয় পার্টিকে চাইলে সেটাও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেবেন খন্দকার মোশাররফ।

এর আগে গত ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এই বিএনপি নেতা। তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১: ৫১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে নিজের এক ফেসবুক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তারেক রহমান বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে, বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ আমাকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে আমি মনে করি। মহান আল্লাহ তায়ালা আমাদের বীর সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁর পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইনকিলাব কালচারাল সেন্টারের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছে। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হতে পারে এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

পোস্টে আরও লেখা হয়, ‘আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ, খুব শীগ্রই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।’

ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে। এর কার্যক্রম রাজধানীর বাংলামোটর এলাকায় পরিচালিত হয়।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯: ৪৯
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

রুহুল কবির রিজভীর বিবৃতি। ছবি: ফেসবুক পোস্টের স্ক্রিনশট
রুহুল কবির রিজভীর বিবৃতি। ছবি: ফেসবুক পোস্টের স্ক্রিনশট

বিবৃতিতে বলা হয়, ‘আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এ ছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

আজ ফেসবুক পোস্টে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি পোস্টে বলেন, ‘আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, আজ দুপুরে বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভীর বলেছেন, ‘ওসমান হাদির ওপর হামলায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এর সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে?’

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত